ওরাই মুসলিম

লিখেছেন লিখেছেন মামুন গালফ ২৮ এপ্রিল, ২০১৩, ১২:৫৮:২৭ দুপুর

ওরাই মুসলিম,পৃথিবীর সেরা মুসলিম,

ওদের আছে বড় ডিগ্রী প্রয়োজন নেই ইসলাম আর দ্বীন।

ওরা মুসলিম পৃথিবীর সেরা মুসলিম।

ওরা চিল্লায় ওরা লাফায় ওরা গলা ফাটায়

কোরান হাদিস চাইনা ওদের কেবলি নাচ-গান গায়।

সারা বিশ্বের মুসলিম হত্যার চাইনা ওরা বিচার,

নিজ দেশের মুসলিম হত্যাই ওদের চেতনা আর হাতিয়ার।

তোমরা যদি কিছু বল তাদের হয়ে যাবে বর্বর মৌলবাদি,

ইসলামের নামে কর রাজনীতি তোমরাই চরমপন্থী জঙ্গীবাদী।

ওদের দলে যোগ দিলেই হওয়া যায় বড় মুক্তিযোদ্ধা,

ইসলাম বিদ্বেষী হয়ে মরলেও পাওয়া যায় শহীদী মর্যাদা।

ওরাই স্বাধীনতার চেতনার ধারক বাহক-বাকিসব চেতনায় মূর্খতা,

ওদের কথা না মানলেই-স্বাধীনতা বিরোধী আর দেশোদ্রোহিতা।

চুরি ডাকাতি গুম হত্যার বিচার চাইনা ওরা,

দেশ মাতৃকা ধ্বংস হলেও দেওয়া যায় সব ছাড়া।

ওদের চেতনার জন্য কোটি মানুষকে করতে হবে হত্যা,

দুই চারজন ওরা ছাড়া বাকিসব মধ্যযুগীয় বর্বরতা।

সারাবিশ্বের মজলুম আজ মুসলিম নেইতো ওদের দরকার,

ইসলাম বিদ্বেষী সবাইকে নিয়ে সাজানো চমৎকার ওদের পরিবার আর সংসার, ওরাই দেশপ্রেমি দেশের সরকার।

--- জয় বাংলা।

বিষয়: বিবিধ

৯৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File