#অনুপেরনায়_ইসলামী_প্রতিষ্ঠার_আন্দোলনরত _ভাইদের_প্রতি।।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ কাশেম মরিচ্যা ২২ জানুয়ারি, ২০১৬, ০৮:৫৫:১৭ সকাল
যুগ যুগ ধরে যারা ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিয়েছিল তাদের ওপর যে জুলুম-নির্যাতন হয়েছে আলোচ্য হাদিসে রাসুল (সা) সে সম্পর্কে আলোক পাত করেছেন।হযরত আদম(আ)থেকে শুরু করে আক পযন্ত যত নবী-রসুল অবং তাদের উত্তরসুরি এই পৃথিবীতে দ্বীনে হকের দাওয়াত দিয়েছেন, দ্বীন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করেছেন তাদের বিরুদ্ধেই ইসলামবিরোদী শক্তি শত্রুতা করেছে।। আল্লাহ তা'আলা বলেন→আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি (সূরা ফরকান,৩১)
।।।
এ আয়াতের শিক্ষা হচ্ছে যারা ইসলামি আন্দোলনের কাজ করবে,জিহাদ ফি সাবিলিল্লাহতে অংশগ্রহন করবে,দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহন করবে তাদের বিরুদ্ধে শত্রুতা হবে,জুলুম-নির্যাতন হবে,তাদেরকে শহিদ করা হবে,ঘড়বাড়ি থেকে বিতাড়িত করা হবে।নির্যাতনের মাত্রার সীমা ছাড়িয়ে গেলেও দ্বীনের হকের উপর তারা টিকে থাকবে।
।।
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন