এই আন্দোলনে শরীক হওয়া প্রত্যেক মুমেনের ইমানি দায়িত
লিখেছেন লিখেছেন মোহাম্মদ কাশেম মরিচ্যা ৩১ আগস্ট, ২০১৫, ০৯:৪৬:৪০ রাত
এক জন বিশ্বখ্যাত বেশ্যা কে বাংলাদেশে আনার জন্যে প্রস্তুতি নিয়েছে একদল বেহায়া । ফেসবুকের কল্যাণে জানতে পারলাম প্রবেশ মূল্য বাংলাদেশী টাকায় ১৫ হাজার টাকা। নিউজ টা দেখার পর কিছুক্ষণের জন্য চিন্তামগ্ন হলাম এ কারণে যে , যারা এটার উদ্দোক্তা বা দালালেরা কোন ধরনের ফায়দা বা লাভের জন্যে এটা করতেছেন বোধগম্য নয়। যদি শুধু মাত্র টাকা উপার্জনের উদ্দেশ্যে একজন বেশ্যার শারীরিক আবেদন প্রদর্শনের ব্যবস্থা এটা গ্রহনযোগ্য নয়। কারণ ভিক্ষুক ও ভিক্ষ্যাবৃত্তির মাধ্যমে টাকা পায় আবার চোর ও চৌর্যবৃত্তিকে পুঁজি করে সংসার চালায়। তুলনামূলক ভাবে বেশ্যাবৃত্তি বা বেশ্যার দালালি করার চেয়ে অনেকটা মন্দের ভালো বলতে হয়। যদিও বা ভিক্ষা বা চুরি কোনক্রমেই ভাল কিছু নয়। তাহলে এখানে আয়োজক মানে দালালগণের নিশ্চয়ই একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। আজকে সোনারবাংলাদেশে ধর্ষণের শতক পূর্ণ হচ্ছে নিয়মিত আর এই বেশ্যা প্রদর্শনীর মাধ্যমে বেশ্যাবৃত্তিকে প্রাতিষ্টানিক রূপ দেয়ার পাশাপাশি খুব ভালভাবে প্রনোদনা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর এটাই কি উদ্দেশ্য নয়? দেশপরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের অবশ্যই এ ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অন্যথায় সরকারী পৃষ্ঠপোষকতায় এই বেশ্যা প্রদর্শিত হচ্ছে , এরকম মনে করার যথেষ্ট পরিমাণ যুক্তিসংগত কারণ আছে নিঃসন্দেহে । এদেশের আপামর ধর্মপ্রান জনতা এ ধরনের বেশ্যা প্রদর্শনী কে ঘৃনাভরে প্রত্যাখ্যান করে সে যে ধর্মের ই হোক না কেন। এ দেশ পশ্চিমা সংস্কৃতির দেশ নয়। আমাদের কৃষ্টি আমাদের সভ্যতা আমাদের সামাজিক মুল্যবোধ কখনো অশ্লীলতা কে লালনপালন করেনি করতে পারেও না। সুতরাং যে সমস্ত ব্যক্তি গোষ্ঠী বেশ্যার দালালি করার জন্যে তৎতপর হচ্ছেন তাদের প্রতি প্রশ্ন রাখতে চাই আপনার পরিবার-পরিজন থেকে কেউ যদি এই চরিত্রে অভিনয় করে সেটা কি ভাবে নেবেন। ঊরু সন্ধির সিঁথী বিক্রি করা একজন লম্পটের নিকট তো শেখার কিছুই থাকতে পারে না শুধুমাত্র বেশ্যাবৃত্তি ছাড়া । তাহলে এই প্রদর্শনীর অন্তরালে বেশ্যাবৃত্তি কে সামাজিক এবং রাস্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশের উঠ্তি বয়সের তরুণ তরুণীদের নগ্নতা ও বেহায়াপনার প্রশিক্ষণ নয় কি??
বিষয়: বিবিধ
১২১৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভারতে মুসলমানদের সংখ্যা কিন্তু বাংলাদেশের চেয়েও বেশী
মন্তব্য করতে লগইন করুন