বিবেক কবে জাগ্রত হবে?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ কাশেম মরিচ্যা ১৭ আগস্ট, ২০১৫, ১১:৩১:৩৮ সকাল

বিবেক কবে জাগ্রত হবে?

তোমরা যারা অন্যের সন্তানদের হত্যা কিংবা ধর্ষণ করো, তারা তোমাদের মতোই কারো

আদরের সন্তান। তাদের কেও কোন এক মা পেটে ধরেছেন, অতপর তাদের জন্মের পরও সেই

মায়ের ঘরেও আনন্দ উল্লাহ হয়েছে যেমনটা তোমাদের বেলায় হয়েছিল। তোমাদের মতো করে

তাদেরও তাদের মায়েরা সোনা যাদু ময়না বলে ডাকতো। তাদেরকে ঠিক সেইভাবেই বড় করা

হয়েছিল যেভাবে তোমাদেরকে বড় করে তোলা হয়েছে। তোমাদের কিঞ্চিৎ কষ্টে যেমন

তোমাদের মায়েদের অন্তর আত্মা কেদে উঠে, ঠিক তেমনি তাদের কষ্টে তাদের মায়েদের

অন্তর আত্মা কেদে উঠতো।

তবে কেন তোমাদের মন এইরকম পাষণ্ড!!!

তোমাদের ঘরে ফিরার আসার জন্য যেমন কেউ অপেক্ষা করে তেমনি তাদের জন্যও কেউ

অপেক্ষা করে, তবে কেন তাদের অপেক্ষার প্রহরটা সারাজীবনের জন্য করে দাও?

তোমাদেরও সন্তান হবে ছেলে কিংবা মেয়ে; একবার সেই বাপ মায়ের যায়গায় নিজেকে

কল্পনা করে দেখো শান্তি পাও কিনা পাও? কোন দিনও না, ঠিক একই ভাবে তোমাদের

অপেক্ষার প্রহরটা সারাজীবনের জন্য হয়ে যাবে। কেননা মহা পরক্রমাশালী আল্লাহ্

সবচেয়ে বড় ন্যায় বিচারক।

বিষয়: বিবিধ

১২৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336377
১৭ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৪
হতভাগা লিখেছেন : পাপ করার সময় এত কিছু খেয়াল থাকে না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File