জন্মদিন কিংবা মৃত্যু দিবস কোনটাই মুসলিম হিসাবে আমাদের পালোন করা উচিত্ নয়।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ কাশেম মরিচ্যা ০৭ জানুয়ারি, ২০১৪, ০৭:০০:৫৫ সন্ধ্যা

যদি এটা করতে শরিয়তে বলা হ

তাহলে প্রতিদিনই আমাদের

নবী এবং রাসুল দের

জন্মদিন পালন এবং মৃত্যু

দিন পালন করতে হত।। আমাদের নবী এটা পছন্দ

করতেন না।

তাহলে আপনি আমি মুসলিম

হয়ে কি করে আয়োজন

করে পোলাও কোরমা খেয়ে কেক

কেটে কিংবা বিরানী পার্টি দিন গুলোকে পালন করি। আর একটি গূরুত্বপূর্ন

কথা এটা ঘ্রীস্টান দের

চিহ্ন। তারা এগুলো আয়োজন

করে পালন করে।

আমরাও তাই করছি।

আপনিও করছেন। তার প্রমান

আপনি আমি আমরা ইংরেজি ক্য

মেনে এটা পালন করি।

কিন্তু কখনো শুনেছেন ঈদ-

এ-মিদুন্নাবি

কখনো ইংরেজি ক্যালেন্ডার মেনে পালিত হয়েছে? আমরা তো অনেকে বলতেই পারব

না যে আরবী সন

অনুযায়ী আমাদের

জন্মতারিখ কবে? আসুন নিজেদের মানসিকতায়

পরিবর্তন আনি। এটি শুধু আমার মুসলিম ভাই

দের প্রতি লেখা। অন্য

ধর্মাবলম্বি ভাইদের

সম্পর্কে আমার কিছু

বলা হয় নি।

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File