বিকল্প নয় অরিজিনাল পথে ফেইসবুকে ডুকার পদ্ধতিঃ
লিখেছেন লিখেছেন মাজহার১৩ ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৭:০১ বিকাল
এবার সবার জন্য আরো সহজ হয়ে গেল ফেসবুক ব্যবহার ।
Google এগিয়ে এলো বাংলাদেশের মানুষ যেন সহজেই ফেসবুক ব্যবহার করতে পারেন ।
সবাই নিজে জানুন এবং অপর ভাইকে জানিয়ে দিন ।
প্রথমে Google chrome ডাউনলোড করে সেটাপ দিন ।
ওপেন করুন ।
সবার উপরে ডান কোনায় যেখানে close বাটন থাকে তার নিচে ৩টি লাল দাগ আছে , সেটা হল সেটিং।
এবার ঐ সেটিং এ click করুন ।
নীচেে নেমে এসে more tools এ যান > সেখান থেকে Extensions ওপেন করুন ।
Extensions পেজ খুলে যাবে ।
এবার পেজের নীচে এসে Get more extensions এ click করুন ।
এখন যে পেজ খুলবে তার বাম পাশের সার্চ ঘরে গিয়ে লিখুন Browsec
ok বা enter করুন । তাহলে Browsec চলে আসবে।
এরপর Browsec ডান পাশে নীল রংয়ের বক্স এ লেখা আছে +ADD TO CHROME সেখানে click করুন ।
কাজ বলতে এতটুকুই ।
এরপর যে পেজ আসবে তার উপর ডান কোনায় এটা গ্লোব বা পৃথিবীর মত symbol আছে সেখানে click করে যে কোন একটা লোকেশন চয়েস করে দিন ।
ব্যাস হয়ে গেল ।
বার বার আইপি পরিবর্তন ও প্রক্সি সারভার ইউজ করার যে ভোগান্তি ( ঘন ঘন লাইন কেটে যাওয়া ) সেটা দূর হয়ে যাবে , ফেসবুক ও আপনাকে সাদরে গ্রহন করবে ।
বিষয়: বিবিধ
১৫৯৮১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে জান্নাতের আম্মার জন্য শিখতে চাইছিলাম আর কি! : :
মন্তব্য করতে লগইন করুন