ধবংসের দ্বারপ্রান্তে জামায়াত।

লিখেছেন লিখেছেন মাজহার১৩ ৩০ নভেম্বর, ২০১৫, ০১:০০:১৫ দুপুর

পৌর নির্বাচনে অংশ নিয়ে জামায়াত তার শেষকৃত্য পালন করার সিদ্ধান্ত নিচ্ছে।

কারও এর পক্ষে বিপক্ষে মতামত থাকলে জানান।

বিষয়: বিবিধ

২০৪৪ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352121
৩০ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১৭
শফিউর রহমান লিখেছেন : নির্বাচনে গিয়ে যোগ্যতর কর্মদেরকে পুলিশ এবং লীগদের খোরাক বানানো ছাড়া আর কিছু হবে না। জনগণ ভোট দিতে চাইলেও দিতে পারবে না। যদি দিয়ে পাসও করায় তবুও সপথ নিতে পারবে না। দুই/একজন সপথ নিলেও বসতে দেয়া হবে না। সর্বোপরী ছলে-বলে এদেরকে শেষ করে দেয়া হবে।
আমার মনে হয়, এখন সবার গা ঢাকা দিয়ে থাকার সময়। অসম যুদ্ধে নয়, বরং খুধার্ত বাঘের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সামিল।
৩০ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৯
292344
অপি বাইদান লিখেছেন : এত প্রিয় সাচ্ছা জামাতীদের জন্য আল্লা কিছুই করতে পাররেন্না। আল্লার প্রতি করুনা।
352123
৩০ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১৯
শফিউর রহমান লিখেছেন : এখন যেটা হচ্ছে, সেটাকে অসম যুদ্ধও বলা যাবে না। বরং এটা হলো বিড়ালের ইঁদুর ধরার মতো অবস্থা।
352125
৩০ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
352127
৩০ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নির্বাচনের ফিল্ড লেবেল নয়, ফলে হাত-পা বাধা অবস্থায় সাঁতার কাটতে দিলে সাঁতারকারীর যা হবে-তাই হওয়ার সম্ভাবনা!
352140
৩০ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:০৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

জামায়াত নির্বাচন না করলে জোট ভেঙ্গে যাবার সমূহ আশঙ্কা, যদিও জোট থাকা-না-থাকার বাহ্যতঃ তেমন কার্যকর কিছু দেখা যায়না!

এ ছাড়াও-
নির্বাচন ও রাজপথ- দুটোর অন্ততঃ একটাতে হাজির না থাকলে বাংলাদেশের মানুষ মনে রাখেনা, মনে রাখবেনা!

তাই-
জামায়াত এখন রাজনৈতিক ময়দানে অস্তিত্ব রক্ষা অথবা দীর্ঘ মেয়াদে রাজনীতি থেকে দূরে থাকা- এ দুয়ের একটি বেছে নিতে বাধ্য!

জামায়াত প্রথমটি বেছে নিয়েছে মনে হচ্ছে,
ঝুঁকি ও লাভ-ক্ষতির হিসাব উভয়টিতেই আছে!

আল্লাহতায়ালা হেফাজত করুন!
৩০ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:১১
292362
জেদ্দাবাসী লিখেছেন : আল্লাহতায়ালা হেফাজত করুন!আমীন

৩০ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৫০
292372
মাহমুদ নাইস লিখেছেন : মন্তব্য ভাল লাগলো। আল্লাহ ভাল করুন।
০১ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:১৮
292449
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম!
আবু সাইফ ভাইর কমেন্টটি এ পোষ্ট এর পাঠক হিসাবে আমার দৃষ্টি উন্মোচন করছে যেন।

যদি আবু সাইফ ভাই - জামায়াতে ইসলামীর সিদ্ধান্তের পেছনের কারনসমূহ যথার্থ বিশ্লেষন করে থাকেন এবং জামায়াতে ইসলামী যদি যথার্থই এমন চিন্তা-ভাবনার আলোকে উক্ত সিদ্ধান্ত নিয়ে থাকে - তবে সেক্ষেত্রে বলতেই হয় - আমি এ সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ার কোথাও কোরান ও হাদীসের নূন্যতম প্রয়োগ কিংবা ছিটাফোটাও দেখতে পাইনি। আমি মনে প্রানে বিশ্বাস করি পৃথিবীর যে কোন স্যেকুলার দল, উপরোক্ত সমস্যার সমাধান কল্পে ঠিক এমন চিন্তাভাবনাই করতো এবং প্রায় এমন উপসংহারেই পৌছাতো।

যদি সুযোগ থাকতো আমি জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাতাম - দয়া করে আপনারা আপনাদের সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় কোরান ও হাদীসের রিলেভেন্ট রেফারেন্স বেশী বেশী পেশ করুন, প্রেক্ষিতকে কোরান ও হাদীসে আলোকে উপস্থাপন করুন - যাতে শুধু কর্মীই নয় - সাধারন মানুষ যেন বুঝতে পারে ঐ সিদ্ধান্ত - ইসলামিক। এবং তা বাস্তবায়ন করতে গিয়ে শিওর হতে পারে - তারা যা করছে - তা কোরান ও সুন্নাহ অনুযায়ী রাইট হচ্ছে - এতে দুনিয়া ও আখেরাত দুটো ই প্রশান্তির হবে।

আর কোরান ও হাদীস বিহীন সুরাহ - স্যেকুলার ধ্যান ধারনা প্রসুত সিদ্ধান্তেরই নামান্তর। 'মানুষ ভুল হবার সম্ভাবনা'র ন্যায় স্বভাবতঃই সে সব সিদ্ধান্ত কখনো সঠিক কখনো বেঠিক হতে বাধ্য। কিন্তু কোরান ও হাদীসের অবতারনার কারনে ভুল হলেও তা ইসলামিক এবং ক্ষমার যোগ্য বলেই আমি জানি।
০১ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৪
292466
আহমদ মুসা লিখেছেন : @সাদাচোখ, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ,
কোরআন সুন্নাহর পাশাপাশি অতীতে সাহাবায়ে কেরাম এবং ইসলামী সালতানাতগুলোর প্রতিপক্ষের সাথে রাজনৈতিক কলাকৌশল নির্ধারণে যেসব পলিসি অবলম্বন করা হতো সে সব থেকেও আজ আমরা যেন কোন শিক্ষা গ্রহণ করতে অনিহা প্রকাশ করছি।
বর্তমান অবস্থায় নির্বাচনে যাওয়ার অর্থ কি? কি উদ্দেশ্য হাসিল করার জন্যই বা স্থানীয় নির্বাচনে যাওয়া?
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫৬
292478
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

হুদায়বিয়া সন্ধিকে সাহাবায়ে কিরাম রাঃ ইসলামের পরাজয় মনে করেছিলেন!
আবু জান্দাল রাঃকে মক্কার হাতে ফেরত দেয়াটাও তেমনি ছিল!
ডানপন্থীদের চার(২০)দলীয় জোট গঠনও প্রশ্নবিদ্ধ ছিল/আছে!
রাশীদ ঘাণুসী ও এরদোগানের অনেক বিষয় প্রশ্নবিদ্ধ!
সৌদি ওলামাদের কেউ কেউ আল্লামা ইউসুফ কারদাওয়ীকে কাফির বলেছেন!
এখনো অসংখ্য উলামায়ে কিরাম সূদ ও ইসলামী ব্যাংকিংএর তফাত দেখেননা!

আসলে যার যতটুকু জ্ঞান তিনি তার চেয়ে বেশী দূরের বিষয় দেখতে পারবেননা - এটাই স্বাভাবিক!!


সেক্ষেত্রে বলতেই হয় - আমি এ সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ার কোথাও কোরান ও হাদীসের নূন্যতম প্রয়োগ কিংবা ছিটাফোটাও দেখতে পাইনি।
অন্যের অন্তর পর্যন্ত পৌঁছে যাওয়ার দাবী প্রকাশ পায়- এমন ধারণাপ্রসূত মন্তব্য করা নিজের জন্যই ক্ষতিকর!
352142
৩০ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৩
বিবেক নাই লিখেছেন : নির্বাচনের ফিল্ড লেবেল নয়।
352148
৩০ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:১১
জেদ্দাবাসী লিখেছেন : এই অবস্তায় ময়দানের লড়াকু নেতারা আল্লাহর উপর ভরসা যে সিদান্ত নিবে সেটায় আল্লাহ বরকত দিন এই দোয়াই করি।
জাযাকাল্লাহ খায়ের।
৩০ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৫১
292373
মাহমুদ নাইস লিখেছেন : আমিন
352153
৩০ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৪
মাজহার১৩ লিখেছেন : কাচা বুদ্ধি নিয়ে রাজনীতি করে ৭৫ বছরের পাকা দল।
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১৩
292467
আহমদ মুসা লিখেছেন : দূর্ভাগ্য এই জাতির, আমরা আমাদের প্রকৃত শত্রু চিনতেও যেন ভুল করছি। আমাদের দেশের তিন দিকেই বেষ্ঠিত আছে নেকড়ে স্বভাবের রাষ্ট্রীয় পলিসি অবলম্বনকারী ইন্ডিয়া। বর্তমানে ইন্ডিয়াতে যতগুলো রাজ্য রয়েছে একমাত্র কাশ্মীর ছাড়া (কাশ্মীরের কথা এখানে প্রযোগ্য নয়) সবগুলো রাজ্য সরকারের উপর ততটুকু কন্ট্রোল ও প্রভাব বিস্তার করতে পারছে না যতটুকু প্রভাব ও কন্ট্রোল বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম দেশকে জনবিচ্ছিন্ন প্রশ্নবিদ্ধ একটি সরকারের মাধ্যমে ধমিয়ে রাখতে পারছে। মেরুদন্ডহীন বর্তমান শাসকদেরকেই বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো নিজেদের প্রতিপক্ষ মনে করছে!
352155
৩০ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনারা যে যে যেটাই বলেন আমার মনে হচ্ছে গনতান্ত্রিক পদ্ধতি যদি অবলম্বন করা না হয় তবে আমাদের কর্মিরা দেশে থাকবে কি ভাবে
আপনারা যদি ধরেন যে ভোট না করলে ভার গ্রেফতারের তেমন ভয় থাকবে না এটা নিশ্চয় ভুল । এখন যে প্রতিদিন গ্রেফতার হচ্ছে নির্বাচন ছাড়া !
তাই নির্বাচন অবশ্বই করতে হবে এবং ওদেরকে জানান দিতে হবে আমরা পুরা ময়দান তোমাদের জন্য ছাড়ি নাই সময় মতো সব দেখতে পাবা
৩০ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৫
292374
মাহমুদ নাইস লিখেছেন : ~:>
১০
352162
৩০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
ছিদ্দীক লিখেছেন : আবু সাইফ ভাই এবং মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ভাই-এর বিশ্লেষণ ভাল লাগল।
১১
352167
৩০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১১
বার্তা কেন্দ্র লিখেছেন : মিথ্যার প্রাবল্য দেখে ঘাবড়ানোর কিছুই নেই।
১২
352187
৩০ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৩
শেখের পোলা লিখেছেন : 'তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুসলীম হও'৷পরখ করে দেখিনা আমরা মুসলীম হয়েছি কি না৷ জালেম জুলুম করছে করবে৷ ওতে ভয় মুসলীম পায়না৷ তা ছাড়া সাধারণ জনগনের সাপোর্ট কতখানি তা বাড়ছে না কমছে,একটা জরিপও হবে৷ আর জামাত ধ্বংস হবার নয়৷ ক্ষমতার লোভ নয় প্রয়োজন কর্মীদের মনোবল বাড়ানো৷ অবশ্য যদি নির্বাচন সুষ্ঠ হয়৷ ধন্যবাদ৷৷
০১ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪৮
292465
আহমদ মুসা লিখেছেন : বর্তমান আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার অর্থই হচ্ছে পক্ষান্তরে তাদের সীমাহীন অপকর্ম মেনে নিয়ে তাদের নিয়োগতাদা এবং নিয়োগ পাওয়া উভয়কেই স্বীকৃতি দেয়ার নামান্তর। অথচ একটি সফল গণবিপ্লব সংগঠিত করতে পারলে এসব অবৈধ জালেমগুলোর প্রত্যেককেই বিচারের অধীনে আনা যেত।
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫৯
292479
আবু সাইফ লিখেছেন :
অথচ একটি সফল গণবিপ্লব সংগঠিত করতে পারলে এসব অবৈধ জালেমগুলোর প্রত্যেককেই বিচারের অধীনে আনা যেত।


শ্রীকান্তের কথা মনে পড়ে গেল-
বন্দুক লাও সড়কী লাও.... লাও তো বটে, কিন্তু ডালিম গাছটা যে দরজার সামনেই, আর উহারই নিচে বাঘটা বসিয়া..

"সফল গণবিপ্লব সংগঠিত" বুঝি কোথাও কিনতে পাওয়া যায়???
০১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৯
292512
শেখের পোলা লিখেছেন : মুসাভাই, বিপ্লবের জন্য শক্তির প্রয়োজন৷ জনশক্তিই আগে প্রয়োজন৷ সেইসাথে কমাণ্ডার৷ তাই অবশ্যই তার সময় এখনও নি৷ সবরই এখন শক্তি৷ লোহাকে পুড়িয়েই ইস্পাত করা হয়৷ এখন আল্লাহ তাই হয়ত করছেন৷ ধন্যবাদ৷
১৩
352207
৩০ নভেম্বর ২০১৫ রাত ১০:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিশেষ ভরসার কিছু নাই।
১৪
352232
০১ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৩৩
মাজহার১৩ লিখেছেন : রাজনীতিবিদদের দাবা খেলার সেক্রিফিশিয়াল মুভটা বুঝতে হয়। ১৯৭০ সালের নির্বাচনে মাওলানা ভাসানীর অংশগ্রহন না করাটা ছিল ইহার উদাহরণ। উনি নির্বাচন করলে আওয়ামীলীগ এত আসনে জিততে পারতোনা।আওয়ামীলীগ এর নিরুংকুশ বিজয় কিন্তু স্বাধীনতা প্রথম মাইল ফলক। শেখ সাহেব স্বাধীনতাকামি না হলেও ভাসানী ১৯৫৬ সাল থেকেই স্বাধিনতার জন্য কথা বলতেন। নির্বাচনে গিয়ে জনপ্রিয়তা যাচাই কিংবা ক্ষমতার অংশিদারিত্বের পরিবর্তে উনি নির্বাচন বয়কট করে পক্ষান্তরে স্বাধিনতার জন্য প্রাথমিক কাজটি সেরে ফেলেছেন।আজ উনার দল নাই কিন্তু বাংলাদেশ স্বাধীন এটাই উনার বড় অর্জন। জামায়াত শত শত বছর তেনা পেছাইতে পেছাইতে থাকলে দেশের কোন কাজে লাগল না এই শত বছর বেছে থেকে কি লাভ?
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১৬
292468
আহমদ মুসা লিখেছেন : জামায়াত বলেন কিংবা অন্য যেকোন বাংলাদেশপন্থী রাজনৈতিক দলের কথাই বলুন কেন, তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে যতদিন আওয়ামী লীগকেই বিবেচনা করবে ততদিন জাতির ভাগ্যকাশ থেকে কালো মেঘ সরে যাবে কিনা সন্দেহ রয়েছে।
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:২১
292482
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

বিএনপিকে যদি জামা্য়াত বিশ্বাস করতে পারতো তবে হয়তো নির্বাচন করতোনা! কিন্তু বিএনপির ইতিহাস জামায়াতকে সে সুযোগ দেয়না!
তাই শক্তির প্রমান দিয়েই মাঠে টিকে থাকার কথা ভাবতে জামায়াত বাধ্য হয়েছে মনে হয়!

দেশের কোন কাজে লাগল না এই শত বছর বেছে থেকে কি লাভ?


দেশের কোন কাজে লাগল না - কথাটি সঠিক নয়!
শত বছর বেছে থেকে কি লাভ? জামায়াত কিন্তু এটাকেই বড় লাভ মনে করে!

প্রকৃত প্রতিপক্ষকে জামায়াত জানে ও চিনে, কিন্তু জনগণকে বোঝাতে সক্ষম হয়নি! ওদিকে বিএনপির অভ্যন্তরেই প্রতিপক্ষের সংখ্যাধিক্য দলটিকে তার অবস্থানে দুর্বল করে ফেলেছে, যার ধাক্কা সবখানেই লেগেছে!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File