ইসলাম প্রতিষ্টার জন্য জামায়াতের দরকার নেই, ইসলামী ব্যাংকই যথেষ্ট!
লিখেছেন লিখেছেন মাজহার১৩ ২৪ জুন, ২০১৪, ০৮:২২:৫৮ রাত
জামায়াতে ইসলা্মী বাংলাদেশে ইসলাম প্রতিষ্টার সুত্রপাত করলেও বর্তমানে জামায়াত ইসলামীর আর প্রয়োজন নেই।
১।ইসলামী ব্যাংক সুদের পরিবর্তে অংশীদারীত্বমূলক বিনিয়োগের মাধ্যমে সুদবিহীন ব্যাংকিং ব্যাবস্থা পরিচালনার মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমানকে অনিচ্ছাকৃত নিজের মায়ের সাথে জেনার গোনাহর হাত থেকে রক্ষা করেছে। ইসলামী ব্যাংককে অনুসরন করে গড়ে উঠেছে আরো সাতটি শরিয়াভিত্তিক ব্যাংক। ইসলামী ব্যাংকিঙয়ের সাফল্য ও গ্রাহক চাহিদা মেটাতে অধিকাংশ দেশী-বিদেশী ব্যাংক ইসলামী শাখা খুলতে উৎসাহিত ও বাধ্য হয়েছে। যা মানুষকে ইসলামী ব্যাবস্থার প্রতি আকৃষ্ট করছে।
২। যাকাতের মাধ্যমে দরিদ্র পূনর্বাসন করছে।
৩। রুরাল ডেভেলপমেন্ট স্কিমের কার্যক্রমঃ
৮৭০০০ গ্রামের মধ্যে ১৭০৭৪ গ্রামে কার্যক্রম চলছে।
৫৪৬,২৫৯ জনকে বিনিয়োগের মাধ্যমে স্বাবলম্বী করেছে।যার ৮২% নারী।
২৩৭৬ জন ফিল্ড কর্মকতার চাকুরী সুযোগ সৃষ্টি করেছে।
ইসলামী ব্যাংক রুরাল ডেভেলপমেন্ট কার্যক্রম যদি৫ গুন বৃদ্ধি করে ৮৭০০০ গ্রামে বিস্তৃত হবে নেটওয়ার্ক। ২৭,৩১,২৯৫ জনকে স্বাবলম্বী করার পাশাপাশি নতুন ১০,০০০ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই কার্যক্রম যত বেশী বাড়ানো সম্ভব হবে ততবেশী মানুষকে ইসলামের সোন্দর্যের প্রতি আকৃষ্ট করা সম্ভব হবে।
ইসলামী ব্যাঙ্কের মত বিস্তৃত ২৫টি আর্থসামাজিক প্রতিষ্টানও যদি ইসলামপন্থীদের নিয়ন্ত্রনে থাকত তাহলে বাংলাদেশে নিরবে ইসলামী বিপ্লবের ক্ষেত্র তৈরী হত। তখন খালেদা বা হাসিনার সাথে কোন ধরনের সমঝোতা দরকার হতো না।
বিষয়: বিবিধ
১৩৬৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামায়াতের নিজস্ব প্রতিষ্টিত ও বহুল প্রচারিত ট্রাস্ট থাকা উচিত যেখানে শুভানুদ্যায়ীদের অনুদান ও যাকাতের টাকা সংগ্রহ করে(যেভাবে যাকাত প্রতিষ্টা সম্ভব)আর্থিক প্রতিষ্টানের মাধ্যমে বেকারত্ব দূরীকরন ও দরিদ্র পূনর্বাসন সম্ভব।
আসলেই কি তাই? ওনাদের সঞ্চয়, মুদারাবা, ঋন ইত্যাদি কার্যক্রমে আরবি নাম ছাড়া আর কোন পার্থক্য তো এ পর্যন্ত চোখে পড়লো না।
২নং- সুদ এমন ভাবে আষ্টেপিষ্টে লেগে আছে সুদ ছাড়া ব্যাংক কল্পনা করাও অসম্ভব।
যে কারনে আপনি সার্বিক পরিস্থিতি বিবেচনা করতে অপারগ হলে ইসলামী ব্যাংকের কার্যক্রমকে শুধুমাত্র কতিপয় আরবী পরিভাষাই মনে হবে। ধন্যবাদ।
কোন সমস্যা আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকলে তাতে জড়িয়ে তা থেকে সমাধান বের করাটাই একমাত্র উপায় না। ব্যাংক করতে পারবেন না, কো-অপারেটিভ টাইপের সেভিংস এ্যান্ড ফাইনান্স প্রতিষ্ঠান করুন। ব্যাংকই করতে হবে এমন কি কোন বাধ্যবাধকতা আছে?
মন্তব্য করতে লগইন করুন