ইসলাম প্রতিষ্টার জন্য জামায়াতের দরকার নেই, ইসলামী ব্যাংকই যথেষ্ট!

লিখেছেন লিখেছেন মাজহার১৩ ২৪ জুন, ২০১৪, ০৮:২২:৫৮ রাত



জামায়াতে ইসলা্মী বাংলাদেশে ইসলাম প্রতিষ্টার সুত্রপাত করলেও বর্তমানে জামায়াত ইসলামীর আর প্রয়োজন নেই।

১।ইসলামী ব্যাংক সুদের পরিবর্তে অংশীদারীত্বমূলক বিনিয়োগের মাধ্যমে সুদবিহীন ব্যাংকিং ব্যাবস্থা পরিচালনার মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমানকে অনিচ্ছাকৃত নিজের মায়ের সাথে জেনার গোনাহর হাত থেকে রক্ষা করেছে। ইসলামী ব্যাংককে অনুসরন করে গড়ে উঠেছে আরো সাতটি শরিয়াভিত্তিক ব্যাংক। ইসলামী ব্যাংকিঙয়ের সাফল্য ও গ্রাহক চাহিদা মেটাতে অধিকাংশ দেশী-বিদেশী ব্যাংক ইসলামী শাখা খুলতে উৎসাহিত ও বাধ্য হয়েছে। যা মানুষকে ইসলামী ব্যাবস্থার প্রতি আকৃষ্ট করছে।

২। যাকাতের মাধ্যমে দরিদ্র পূনর্বাসন করছে।

৩। রুরাল ডেভেলপমেন্ট স্কিমের কার্যক্রমঃ

৮৭০০০ গ্রামের মধ্যে ১৭০৭৪ গ্রামে কার্যক্রম চলছে।

৫৪৬,২৫৯ জনকে বিনিয়োগের মাধ্যমে স্বাবলম্বী করেছে।যার ৮২% নারী।

২৩৭৬ জন ফিল্ড কর্মকতার চাকুরী সুযোগ সৃষ্টি করেছে।

ইসলামী ব্যাংক রুরাল ডেভেলপমেন্ট কার্যক্রম যদি৫ গুন বৃদ্ধি করে ৮৭০০০ গ্রামে বিস্তৃত হবে নেটওয়ার্ক। ২৭,৩১,২৯৫ জনকে স্বাবলম্বী করার পাশাপাশি নতুন ১০,০০০ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই কার্যক্রম যত বেশী বাড়ানো সম্ভব হবে ততবেশী মানুষকে ইসলামের সোন্দর্যের প্রতি আকৃষ্ট করা সম্ভব হবে।

ইসলামী ব্যাঙ্কের মত বিস্তৃত ২৫টি আর্থসামাজিক প্রতিষ্টানও যদি ইসলামপন্থীদের নিয়ন্ত্রনে থাকত তাহলে বাংলাদেশে নিরবে ইসলামী বিপ্লবের ক্ষেত্র তৈরী হত। তখন খালেদা বা হাসিনার সাথে কোন ধরনের সমঝোতা দরকার হতো না।

বিষয়: বিবিধ

১৩৬৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238461
২৪ জুন ২০১৪ রাত ০৮:৪৭
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : চিন্তার বিষয়
২৪ জুন ২০১৪ রাত ০৮:৫১
184904
মাজহার১৩ লিখেছেন : চিন্তা করতে থাকুন, দেরী করলে ট্রেন মিস করবেন।
238463
২৪ জুন ২০১৪ রাত ০৮:৪৯
মাজহার১৩ লিখেছেন : ইবনে সিনা ট্রাস্ট ও তাদের সামাজিক কার্যক্রম গ্রাম পর্যায়ে বিস্তৃত করতে পারে, আরো বেশী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শাখা বাড়াতে পারে যাতে আরো বেশী দরিদ্র ও দুস্থঃ মানুষের কাছে যেতে পারে।
জামায়াতের নিজস্ব প্রতিষ্টিত ও বহুল প্রচারিত ট্রাস্ট থাকা উচিত যেখানে শুভানুদ্যায়ীদের অনুদান ও যাকাতের টাকা সংগ্রহ করে(যেভাবে যাকাত প্রতিষ্টা সম্ভব)আর্থিক প্রতিষ্টানের মাধ্যমে বেকারত্ব দূরীকরন ও দরিদ্র পূনর্বাসন সম্ভব।
238465
২৪ জুন ২০১৪ রাত ০৮:৫১
চিরবিদ্রোহী লিখেছেন :
১।ইসলামী ব্যাংক সুদের পরিবর্তে অংশীদারীত্বমূলক বিনিয়োগের মাধ্যমে সুদবিহীন ব্যাংকিং ব্যাবস্থা পরিচালনার মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমানকে অনিচ্ছাকৃত নিজের মায়ের সাথে জেনার গোনাহর হাত থেকে রক্ষা করেছে।


আসলেই কি তাই? ওনাদের সঞ্চয়, মুদারাবা, ঋন ইত্যাদি কার্যক্রমে আরবি নাম ছাড়া আর কোন পার্থক্য তো এ পর্যন্ত চোখে পড়লো না।
২৪ জুন ২০১৪ রাত ০৮:৫৯
184909
মাজহার১৩ লিখেছেন : ১নং-বর্তমান যুগে ব্যাংককিং ব্যাবস্থা ছাড়া অর্থনীতি কল্পনাতীত।
২নং- সুদ এমন ভাবে আষ্টেপিষ্টে লেগে আছে সুদ ছাড়া ব্যাংক কল্পনা করাও অসম্ভব।
যে কারনে আপনি সার্বিক পরিস্থিতি বিবেচনা করতে অপারগ হলে ইসলামী ব্যাংকের কার্যক্রমকে শুধুমাত্র কতিপয় আরবী পরিভাষাই মনে হবে। ধন্যবাদ।
২৪ জুন ২০১৪ রাত ০৯:০৩
184911
চিরবিদ্রোহী লিখেছেন : ইসলামী ব্যাঙ্ক যে সমস্ত বিশেষত্বের দাবী করে সেগুলোর প্রায় সবগুলোই এক্সিম, ফারইস্ট, শাহজালাল ইত্যাদি ব্যাংকেরও আছে। তাই বলে কি তারা ইসলামী ব্যাংক হয়ে যাবে?
কোন সমস্যা আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকলে তাতে জড়িয়ে তা থেকে সমাধান বের করাটাই একমাত্র উপায় না। ব্যাংক করতে পারবেন না, কো-অপারেটিভ টাইপের সেভিংস এ্যান্ড ফাইনান্স প্রতিষ্ঠান করুন। ব্যাংকই করতে হবে এমন কি কোন বাধ্যবাধকতা আছে?
২৪ জুন ২০১৪ রাত ০৯:১২
184916
মাজহার১৩ লিখেছেন : আপনার কাছে একটি প্রশ্ন, যদি এটা ব্যাংক না হয়ে একটা কো-অপারেটিভ সোসাইটি অথবা ফিনেন্সিয়াল ইন্সটিটিউট হত বিশ্বব্যাপী এই আবেদন রাখতে পারত?
২৪ জুন ২০১৪ রাত ০৯:৩৭
184929
চিরবিদ্রোহী লিখেছেন : হয়তো না। এখন যদি আমি প্রশ্ন করি, এটা যেমন আছে তেমনটি থেকেই আমাদের দৈনন্দিন অর্থনৈতিক জীবনে কি পরিবর্তন আনতে পেরেছে?
238467
২৪ জুন ২০১৪ রাত ০৮:৫৬
প্রবাসী মজুমদার লিখেছেন : ইসলামী ব্যাংক ইসলামী অর্থনীতির সামান্য কিছু দিক তুলে ধরলেও ক্ষমতা লোভী হাসিনার দাম্বিকতা, বাঘা বাঘা আমি হত্যার অমিমাংসিত বিচার, শামীম ওসমানের মত গড ফাদারদের তান্ডবে নির্বাক রাস্ট্রযন্ত্রের পরিশুদ্ধি কে করবে? ইসলাম ইসলামী ব্যাংক প্রতিস্টা করতে আসেনি। এসেছে নষ্টা সমাজের উলঙ্ব সভ্যতার বিকৃত পথভ্রস্ট মানুষগুলোকে আলোর পথ দেখাতে। সে পথকে বার বার উপেক্ষা করা মুসলিম জাতি এজন্যই আজ সংখ্যা আর অর্থের দিক থেকে শ্রেস্ঠ হলেও নির্যাতিতদের কাতারে যেন এরাই সবাগ্রে। ধন্যবাদ।
২৪ জুন ২০১৪ রাত ০৯:০৭
184914
মাজহার১৩ লিখেছেন : আমি আপনার সাথে একমত। কিন্ত আজ মিডিয়া সন্ত্রাস ও অপসংস্কৃতি মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাই সাধারন মানুষের কাছে যেতে হলে আর্থসামাজিক প্রকল্পের মাধ্যমে স্পর্শ করতে পারবেন। কিন্তু গতানুগতিক দাওয়াতী প্রক্রিয়ার তুলনায় এটা বেশী কার্যকর। ইসলামী ব্যাংকে যারা চাকুরী করে তারা জামায়াতকে ভোট না দিলেও তারা বোঝে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা। এটাও কম কিসে? ধন্যবাদ।
238518
২৪ জুন ২০১৪ রাত ১১:০৬
সন্ধাতারা লিখেছেন : You have showed very important constructive issues. People of bd should think it over. Jajakalla khairan.
২৫ জুন ২০১৪ সকাল ০৯:০৮
185088
মাজহার১৩ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
238524
২৪ জুন ২০১৪ রাত ১১:২৯
চেয়ারম্যান লিখেছেন : ২ টিই দরকার আছে। ২৫ টি প্রতিষ্ঠান,যেগুলোর স্বপ্ন আমি ও দেখি , সেগুলোতে লোক সাপ্লাই দেওয়ার জন্য সৎ লোক তৈরী করতে জামায়াতের দরকার আছে। একে অন্যের পরিপূরক
২৫ জুন ২০১৪ সকাল ০৯:০৮
185087
মাজহার১৩ লিখেছেন : আপনার সাথে একমত।
242234
০৬ জুলাই ২০১৪ সকাল ১১:৫১
মুর্শিদউল আলম লিখেছেন : রাজনৈতিক দল এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের কাজ পরিপুরক হতে পারে কোনভাবেই এক বা সমান নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File