আমার মনে হয় জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট।কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসছে।

লিখেছেন লিখেছেন মাজহার১৩ ০৭ এপ্রিল, ২০১৪, ১১:০৫:২২ রাত

কোন প্রশ্নবোধক নয়, কোন আশ্চার্যবোধক চিহ্ন নয়, হেডলাইনে কিন্তু দাড়ি দিলাম।

কারন জিয়াউর রহমানের ঐ ঘোষনায় যে শেখ মুজিবের পক্ষে আমি জিয়া বলছি এটার কি কোন দলিল রেকর্ড আছে?

‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বলেছিলেন, আমি জিয়াউর রহমান বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে বলছি। এটার বিরুদ্ধে কি কোন প্রমান আছে?

কারন বাংলাদেশের মানুষ জানে শেখ মুজিব স্বেচ্চায় কারাবরন করেছে। ৭ই মার্চের ভাষনেও স্বাধীনতার কোন সুনির্দিষ্ট ঘোষনা ছিলনা যদিও আওয়ামী লীগ তাবিজ বিক্রির মত চেষ্টা করছে। সেই সুযোগে ধুর্ত জিয়া্র নিজেকে প্রেসিডেন্ট বলা ছাড়া উপাই ছিলনা। সে ধুর্তামি করুক আর যাই করুক বাংলাদেশের স্বার্থেই করেছে।

সৈয়দ মুদাচ্ছির রাজাকার বীরপ্রতিকের ভাষনে জানতে পারবেন

বিষয়: বিবিধ

১৩৩৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204132
০৭ এপ্রিল ২০১৪ রাত ১১:০৭
নাবীল লিখেছেন : জনগনের প্রত্যক্ষ ভোটে জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম প্রেসিড়েন্ট।
০৭ এপ্রিল ২০১৪ রাত ১১:১৩
153256
মাজহার১৩ লিখেছেন : প্রত্যক্ষ ভোট তো পরের কথা, প্রথম অস্থায়ী রাষ্ট্রপতিও জিয়া।
তারেক রহমান ও খালেদা জিয়াকে ধন্য ইতিহাসের সত্য ঘটনাটি জাতির কাছে উপস্থাপন করার জন্য। না হলে ইতিহাস বিকৃত থাকত। এট লিষ্ট বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ মানে জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।
204157
০৮ এপ্রিল ২০১৪ রাত ১২:৩২
সমালোচক লিখেছেন : "ধুর্ত" জিয়াউর রহমান সেদিন কি ধরণের "ধুর্তামি"র আশ্রয় নিয়েছিলেন সেটা জানতে আগ্রহী । স্বাধীনতার আগে থেকে-ই তাহলে জিয়া ধুর্ত ছিলেন?
০৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৪
153388
মাজহার১৩ লিখেছেন : ধুর্ত আদর করে বলেছি।
204226
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৫:১৫
চেয়ারম্যান লিখেছেন : সত্যি। অনেক দলিলেই আছে জিয়া স্বাধীনতার ঘোষক। আরো জানুন
http://chairmanbd.blogspot.co.uk/2014/03/blog-post_28.html
204341
০৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৮
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : সেই সুযোগে ধুর্ত জিয়া্র নিজেকে প্রেসিডেন্ট বলা ছাড়া উপাই ছিলনা। সে ধুর্তামি করুক আর যাই করুক বাংলাদেশের স্বার্থেই করেছে। শিরোনামের সাথে এ অংশটির মিল পেলাম না।
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২২
153440
মাজহার১৩ লিখেছেন : একটু কনফিউজিং করা হয়েছে
204428
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
204684
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৫
শেখের পোলা লিখেছেন : 'ধূর্ত' শব্দটায় আপত্তি আছে৷ যদি তাই হত তবে কেন স্বধীনের পরে জিয়া বঙ্গভবনে না গিয়ে তার ব্যারাকে গেলেন?
২৬শে মার্চ আর মুজীব নগর সরকার এর মাঝের দিন গুলোকি দেশ অভিভাবক ছাড়া ছিল?
এসময়েই জিয়া ছিলেন৷
০৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫০
153870
মাজহার১৩ লিখেছেন : ঠিক আছে ধুর্ত বাদ দিলাম। ধুর্তের পরিবর্তে হবে মেধাবী।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File