আমার ধারনা সত্য হলে আওয়ামী জাহিলিয়াতের পতন সময়ের ব্যাপার।
লিখেছেন লিখেছেন মাজহার১৩ ২৭ মার্চ, ২০১৪, ০৩:৫৬:২১ দুপুর
অনেক দিন থেকেই বলার চেষ্টা করে আসছি, নিজস্ব পরিসরে আলোচনা করছি এবং ব্লগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লেখার চেষ্টা করেছি কিভাবে আওয়ামী জাহেলিয়াতের পতন ঘটানো যায়। নিম্নলিখিত ঘটনাগুলো ঘটলেই স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগের অবৈধ ক্ষমতা দখল দীর্ঘায়িত হবে না।
১। জামায়াত নিষিদ্ধ হওয়া
২। ১৯ দলের বাহিরে এসে ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস,জমিয়তে উলামায়ে ইসলাম নিষিদ্ধ জামায়াতের নেতা কর্মী নিয়ে ইসলামী জোট। প্রয়োজনে অন্যান্য নিবন্ধিত ও অরাজনৈতিক ইসলামী দল নিয়ে জোট সম্প্রসারন।
৩। জামায়াত বের হয়ে গেলে, কাদের সিদ্দিকীর দল, বিকল্প ধারা, জাসদ(রব), গনফোরাম নিয়ে বি এন পি সম আদর্শ অনুসারী দলগুলো নিয়ে ১৯ দলীয় জোট গঠন করবে। প্রয়োজনে আওয়ামী বিরোধী বামদলগুলোকে জোটে টানা যেতে পারে।
তাহলে সরকার বিরোধী দুটি শক্তিশালী জোটকে সক্রিয় করা যাবে।
ইসলামি দলগুলো জাতীয় স্বার্থবিরোধী চুক্তি,ভারতীয় আগ্রাসন, স্বার্বভৌমত্ব ও ইসলামী ইস্যুতে ধারাবাহিক আন্দোলন করবে। নতুন ১৯ দল বাংলাদেশী জাতিয়তাবাদ ও গনতন্ত্র রক্ষার লক্ষ্যে আন্দোলন করবে।
অভিন্ন ইস্যুতে দুটি জোট যুগপৎ আন্দোলন করবে।
বি এন পি ও জামায়তের কেউ কেউ মনে করতে পারে জামায়াত জোট থেকে বের হয়ে গেলে বিএনপি দুর্বল হবে অথবা জামাত নিঃশেষ হয়ে যাবে, তা ভুল ধারনা।
বি এনপি জামাতকে বের করে দিলে আন্তজার্তিক সমর্থন নেয়ার সুযোগ বেড়ে যাবে ও সরকারের প্রতি আন্তজার্তিক চাপ অব্যাহত বাড়বে, এমনকি ভারতের নতুন সরকারের সমর্থন আদায়ও সম্ভব হবে। যত দ্রুত উপরের তিনটি ঘটনা ঘটবে ততদ্রুত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বএর জন্য কল্যানকর হবে।
বিষয়: বিবিধ
১৫৪২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর ভারতের সিদ্ধান্তে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখছে তাতে সুবিধাবাদী ও ভোগবাদী আন্দোলন দিয়ে কোন ফল আসবে না। কিন্তু বিএনপি কি সেই পথ থেকে বের হয়ে আসতে পারবে?
জামাত জোট থেকে বের হয়ে গেলে আওয়ামী লীগ নিজেদেরকে জয়ী মনে করবে, এটা তাদের জন্য হবে একটা ফাঁদ।
জামাত নিষিদ্ধ হলে জামাতীরা চোরাগোপ্তা আক্রমন চালাবে আওয়ামীদের ওপর। তখন আওয়ামীদের প্রতিপক্ষ হবে আওয়ামীরা বাদে প্রায় সবাই গুটি কয়েক পাছা চাটা দল বাদে।
পুস্পিতা@ বাম দলগুলোর ব্যপারে আপনার সাথে সহমত।
বি এন পি যদি জামাতকে ছাড়ে তবে তা হবে ১ ই সাথে জঙ্গিবাদী--আওয়ামীলীগের জয় এবং BNP এর পরাজয়,
মন্তব্য করতে লগইন করুন