ইসলামী বিপ্লবের হাতছানিঃ জামায়াত তথা ইসলাম পন্থীদের করনীয়।
লিখেছেন লিখেছেন মাজহার১৩ ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:২৮:১৫ বিকাল
নিচের চিত্রটি উপলদ্ধি করতে পারলেই বিপ্লব সময়ের ব্যাপার।
আরো বিস্তারিত জানতে নিচের লিঙ্কের লেখাটি পড়ুন।
Click this link
বিষয়: বিবিধ
১৩৯৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আওয়ামী লীগ ও বি এন পি দুদলই মানবরচিত মতবাদের ধারক ও বাহক। আদর্শগত ভাবে ইসলামিষ্টদের বিরোধী।
আওয়ামী লীগ ইসলামের শত্রু ও ভারতের দালাল। বি এনপি ইসলামপন্থীদের ব্যাবহার ক্ষমতায় যায়।
আওয়ামী লীগ সরাসরি শত্রু তাই তাদের বিরোধিতা করে পরিবর্তন আনা সম্ভব কিন্ত বি এনপির মতো দরদী শত্রু থাকা বেশি বিপজ্জনক। তাই অদূর ভবিষ্যতে ইসলাম কায়েম করতে হলে ১৯ দলীয় জোট থেকে সকল ইসলামী দলের বের হোয়া উচিত। তাহলে আগামী দশ বছরের মধ্যে ইসলামী বিপ্লব সম্ভব।
আর মোরগের গলায় রশি বাধলে বোঝার সুযোগই নাই।
তারা তাদের ক্ষমতার কাঠি তাদের উত্তরসূরীদের কাছে দিয়ে যাবে। তখন ইসলামিষ্টরা আবার একেই বৃত্তে আবর্তিত হতে থাকবে।
ইসলাম প্রতিষ্টার জন্য দরকার চড়াই উতরাই, বৃত্ত নয়। তাই হাসিনা আবার ক্ষমতায় আসলে সকল শ্রেনীর মানুষের চামড়ায় আঘাত লাগবে তখনই কেবল সকলকে ঐক্যবদ্ধ করে বিজয় লাভ সম্ভব। গভীর অন্ধকারেই আলোর দরকার হয়। আরবে অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল বলেই সোনালী যুগের সৃষ্টি হয়েছে।
তাই যত দ্রুত হাসিনার মাধ্যমে অন্ধকারে যাওয়া যাবে তখনই মানুষ আলো খুজবে।
আজকে যুবলীগ নেত্রীর ঘটনা থেকে বুঝতে পারবেন হাসিনার সরকার কত দরকার।
http://www.sheershanews.com/2014/02/15/26014
মন্তব্য করতে লগইন করুন