ইসলামী বিপ্লবের হাতছানিঃ জামায়াত তথা ইসলাম পন্থীদের করনীয়।

লিখেছেন লিখেছেন মাজহার১৩ ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:২৮:১৫ বিকাল

নিচের চিত্রটি উপলদ্ধি করতে পারলেই বিপ্লব সময়ের ব্যাপার।

আরো বিস্তারিত জানতে নিচের লিঙ্কের লেখাটি পড়ুন।

Click this link

বিষয়: বিবিধ

১৩৯৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177366
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৫
ঈগল লিখেছেন : এই বৃত্ত ভাংতেই হবে। আল্লাহর উপর তাওয়াকুল ছাড়া কোন পথ আছে কি?
177377
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৬
মাজহার১৩ লিখেছেন : আওয়ামীদের নেতা মুজিব, বিএনপির নেতা জিয়া, ইসলামপন্থীদের নেতা মুহাম্মদ (সঃ)।
আওয়ামী লীগ ও বি এন পি দুদলই মানবরচিত মতবাদের ধারক ও বাহক। আদর্শগত ভাবে ইসলামিষ্টদের বিরোধী।
আওয়ামী লীগ ইসলামের শত্রু ও ভারতের দালাল। বি এনপি ইসলামপন্থীদের ব্যাবহার ক্ষমতায় যায়।
আওয়ামী লীগ সরাসরি শত্রু তাই তাদের বিরোধিতা করে পরিবর্তন আনা সম্ভব কিন্ত বি এনপির মতো দরদী শত্রু থাকা বেশি বিপজ্জনক। তাই অদূর ভবিষ্যতে ইসলাম কায়েম করতে হলে ১৯ দলীয় জোট থেকে সকল ইসলামী দলের বের হোয়া উচিত। তাহলে আগামী দশ বছরের মধ্যে ইসলামী বিপ্লব সম্ভব।
177384
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৭
বেআক্কেল লিখেছেন : কছুই তো মাথায় ঢুকছে না, বহুত চেষ্টা করলাম! এখানে অঙ্কের মাষ্টার কেউ কি আছেন একটু বুঝাবার জন্য।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৭
130518
মাজহার১৩ লিখেছেন : কি বোঝেন নাই।
আর মোরগের গলায় রশি বাধলে বোঝার সুযোগই নাই।
177418
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
নীল জোছনা লিখেছেন : বেআক্কেল লিখেছেন : কছুই তো মাথায় ঢুকছে না, বহুত চেষ্টা করলাম! এখানে অঙ্কের মাষ্টার কেউ কি আছেন একটু বুঝাবার জন্য।
177419
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
মাজহার১৩ লিখেছেন : গত ২৫ বছর ধরে জামায়াত বিএনপি ও আওয়ামী লীগের বৃত্তের মধ্যে আবৃত। নিরেট একটি ইসলামী দলের ঐতিহ্য হারাতে বসেছে। মুখে তারিক বিন জিয়াদ অথবা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসুরী দাবি করলেও কার্যত অসত্য। জামায়াত নিষিদ্ধ হওয়া জরুরী। তা না হলে জামাতের ভুল ভাংবেনা। জামাতের রাজনৈতিক ভুলের সীমা নেই।
177434
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
বিন হারুন লিখেছেন : জয অথবা তারেককে ক্ষমতায় বসানোর জন্য ইসলামী আন্দোলনের দরকার কী? তারাতো এমনিতেই ১০ বছর পর হলেও ক্ষমতায় আসতে পারে. তারাকি ইসলামী চিন্তাবিদ?
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৬
130562
মাজহার১৩ লিখেছেন : আপনার প্রশ্ন স্পষ্ট না। তবে প্রথম বৃত্ত হলো গত ২৫ বছর জামাত খালেদা-হাসিনার রাজনৈতিক বৃত্তের মধ্যে আটকা পড়েছে। যদি গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে বি এন পিকে ক্ষমতায় আনা হয় তাহলে কি দেশে ইসলাম প্রতিষ্টা হয়ে যাবে? হয়ত ইসলামিষ্টদের কাজ করতে সুবিধা হবে? এরপর আবার আওয়ামী লিগ ক্ষমতায় আসবে এখনকার মতো একই ঘটনার পুনরাবৃত্তি হবে।
তারা তাদের ক্ষমতার কাঠি তাদের উত্তরসূরীদের কাছে দিয়ে যাবে। তখন ইসলামিষ্টরা আবার একেই বৃত্তে আবর্তিত হতে থাকবে।
ইসলাম প্রতিষ্টার জন্য দরকার চড়াই উতরাই, বৃত্ত নয়। তাই হাসিনা আবার ক্ষমতায় আসলে সকল শ্রেনীর মানুষের চামড়ায় আঘাত লাগবে তখনই কেবল সকলকে ঐক্যবদ্ধ করে বিজয় লাভ সম্ভব। গভীর অন্ধকারেই আলোর দরকার হয়। আরবে অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল বলেই সোনালী যুগের সৃষ্টি হয়েছে।
তাই যত দ্রুত হাসিনার মাধ্যমে অন্ধকারে যাওয়া যাবে তখনই মানুষ আলো খুজবে।
আজকে যুবলীগ নেত্রীর ঘটনা থেকে বুঝতে পারবেন হাসিনার সরকার কত দরকার।
http://www.sheershanews.com/2014/02/15/26014
177515
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এ বৃত্ত ভাঙ্গতেই হবে!
177655
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:০৩
শেখের পোলা লিখেছেন : এ বৃত্ত যারা ভাঙবে নিভৃতে তারা তৈরী হচ্ছে৷
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৯
130868
মাজহার১৩ লিখেছেন : আল্লাহু আকবার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File