মার্চ ফর ডেমোক্রেসি সফলতাঃ কাঁটা দিয়ে কাঁটা তোলা স্ট্রাটেজী।

লিখেছেন লিখেছেন মাজহার১৩ ২৯ ডিসেম্বর, ২০১৩, ০৪:৩৬:৩৯ বিকাল

আভিধানিক অর্থে গনতন্ত্রের অভিযাত্রা সফল না হলেও আন্দোলনের উদ্দেশ্য পুরোপুরি সফল।

একটা আন্দোলন শাব্দিক অর্থে সফল হতে হবে এর কোন মানে হয় না। যেদিন আন্দোলন সেদিনই ফল আশা করা বোকামী। আন্দোলন একটা চলমান প্রক্রিয়া। প্রাথমিক ধাপে বিজয় হয়েছে।

আজ ঢাকার মানুষ যেভাবে অবরুদ্ধ, আজ ঢাকাবাসী যা দেখেছে, এটা যদি বিএনপি করতো তা হিতে বিপরীত হতো। আওয়ামী লীগ বা ওঃ কাঃ যতই উস্কানিমূলক বক্তব্য দিক না কেন আজ কোশলগত দিক থেকে আন্দোলনের ধরন ১০০ তে ১০০ পাবে।

আজকের দিনটিকে টেকসই করার জন্য কৌশলী কর্মপন্থা ও কর্মসূচী করতে হবে। তবে নির্বাচনের আগে আরো দুই বা তিনটি অভিযাত্রা নামে ভেচকি দিলে ঢাকার অবস্থা আজকের মতো হবে। এটাকে বলা চলে কাঁটা দিয়ে কাঁটা তোলা স্ট্রাটেজী।

বিষয়: বিবিধ

১২৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File