খালেদার জিয়ার যা করা উচিত

লিখেছেন লিখেছেন মাজহার১৩ ২৯ ডিসেম্বর, ২০১৩, ১২:১৫:১৯ দুপুর

সরকারবিরোধীরা যা করতে পারেনি সরকার তা করে দিয়েছে।

ঢাকা ইতোমধ্যে অবরুদ্ধ হয়ে গেছে।

খালেদা জিয়ার উচিত ২/৩ ঘন্টা পরপর পল্টন গমনের সময় পরিবর্তন করা, রাত হয়ে গেলে পরবর্তী দিন সকাল ১০ টা এভাবে বৃহস্পতিবার পর্যন্ত কালক্ষেপন করা। এতে সমাবেশ করতে না পারলেও আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে ঢাকা অবরোধ কর্মসূচী সফল হবে।

জনাব খালেদা জিয়া,

আপনি গৃহবধু থেকে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার চাওয়া পাওয়ার কিছু নেই। আজ আমাদের গনতন্ত্র, ইসলাম ও সার্বভোমত্ব বিপন্নের পথে, তাই আপনাকে এই ক্রান্তিকালে সর্বোচ্চ ত্যাগ করতে হতে পারে। আপনি গ্রেফতার ও জুলুমকে ভয় পাবেন না। নেলসন ম্যান্ডেলা ও অসাংসুচির ত্যাগতিতিক্ষার তুলনায় কিছুই না। তাই আজ আপনাকে জনগনের স্বার্থে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। মার্চ ফর ডেমোক্রেসির জন্য সমন্বয়ক১,২, ৩ ঘোষনা করুন যাতে আপনার গ্রেফতারের পর তারা এ আন্দোলন চালিয়ে যেতে পারে।

অমানিশার ঘোর অন্ধকার কেটে বিজয়ের সূর্য উঠবেই।

বিষয়: বিবিধ

১৬০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File