শাজাহান খানের নতুন নাটক।

লিখেছেন লিখেছেন মাজহার১৩ ০২ ডিসেম্বর, ২০১৩, ০১:০৩:০১ দুপুর

আপনারা সকলেই জানেন শাজাহান খান একজন শ্রমিক নেতা।

হালে তিনি রাজনীতির পাশাপাশি নাটক মঞ্চস্থ শুরু করেছেন।



নাটক#১। হেফাজতের বিরুদ্ধে নারী শ্রমিকদের উস্কানি।

নাটক#২। গার্মেন্টস শ্রমিকদেরকে আওয়ামী লীগ বানানোর জন্যে বেতন ৮০০০ করার উস্কানি।

নাটক৩# ট্রাকের শ্রমিকদের খালেদা জিয়ার বাসায় পাঠিয়ে উস্কানি। আরো থাকতে পারে আমার কাছে এই তিনটি উল্লেখযোগ্য মনে হয়েছে।

বি এন পি তে এই ধরনের নাট্যকারের খুবই অভাব, যে কারনে খেলা জমছে না।

আজকের নাটকে যা হতে পারেঃ

১. খালেদা জিয়াকে তার বাসায় ট্রাক শ্রমিক নামে পুলিশের পরিবর্তে আওয়ামী গুন্ডা দ্বারা অবরুদ্ধ করা।

২. পরবর্তীতে জনরোষের কথা বলে খালদার বাসায় নিরাপত্তার জন্য পুলিশে হেফাজতে রাখা।

অথবা

সেখানে আওয়ামী সন্ত্রাসী দিয়ে দু-একজন নিরীহ শ্রমিককে হত্যা করে বি এন পির বিরুদ্ধে গনরোষ সৃষ্টি করা। যেমনটি ৯০ সালে হয়েছে(তথ্যসুত্রঃ আমার ফাঁসি চাই)

শাজাহান খানের নাটক ছাড়াও গনজাগরনমঞ্চ সহ সব নাটকই ব্যর্থ হয়েছে। তাই বি এন পি নাটক না করে স্বাভাবিক রাজনতিক প্রক্রিয়ায় আন্দোলন করলে দেরীতে হলেও সফলতা পাবে।

বি এন পি শাজাহান খানের ৩ নম্বর নাটকের বিরুদ্ধে যা করতে পারে।

বি এন পি বা সরকারের অন্যায়ের বিরোধী জনগোষ্টির শ্রমিক ও নিম্ন আয়ের মানুষকে ঐক্যবদ্ধ করে জেলায় ডিসির কাছে অথবা থানায় টিএনও এবং নির্বাচন কমিশনে স্বারকলিপি প্রদান করা সহ আন্দোলন করা।

আপনারা সকলেই জানেন শাজাহান খান একজন শ্রমিক নেতা।

হালে তিনি রাজনীতির পাশাপাশি নাটক মঞ্চস্থ শুরু করেছেন।

নাটক#১। হেফাজতের বিরুদ্ধে নারী শ্রমিকদের উস্কানি।

নাটক#২। গার্মেন্টস শ্রমিকদেরকে আওয়ামী লীগ বানানোর জন্যে বেতন ৮০০০ করার উস্কানি।

নাটক৩# ট্রাকের শ্রমিকদের খালেদা জিয়ার বাসায় পাঠিয়ে উস্কানি। আরো থাকতে পারে আমার কাছে এই তিনটি উল্লেখযোগ্য মনে হয়েছে।

বি এন পি তে এই ধরনের নাট্যকারের খুবই অভাব, যে কারনে খেলা জমছে না।

আজকের নাটকে যা হতে পারেঃ

১. খালেদা জিয়াকে তার বাসায় ট্রাক শ্রমিক নামে পুলিশের পরিবর্তে আওয়ামী গুন্ডা দ্বারা অবরুদ্ধ করা।

২. পরবর্তীতে জনরোষের কথা বলে খালদার বাসায় নিরাপত্তার জন্য পুলিশে হেফাজতে রাখা।

অথবা

সেখানে আওয়ামী সন্ত্রাসী দিয়ে দু-একজন নিরীহ শ্রমিককে হত্যা করে বি এন পির বিরুদ্ধে গনরোষ সৃষ্টি করা। যেমনটি ৯০ সালে হয়েছে(তথ্যসুত্রঃ আমার ফাঁসি চাই)

শাজাহান খানের নাটক ছাড়াও গনজাগরনমঞ্চ সহ সব নাটকই ব্যর্থ হয়েছে। তাই বি এন পি নাটক না করে স্বাভাবিক রাজনতিক প্রক্রিয়ায় আন্দোলন করলে দেরীতে হলেও সফলতা পাবে।

বি এন পি শাজাহান খানের ৩ নম্বর নাটকের বিরুদ্ধে যা করতে পারে।

বি এন পি বা সরকারের অন্যায়ের বিরোধী জনগোষ্টির শ্রমিক ও নিম্ন আয়ের মানুষকে ঐক্যবদ্ধ করে জেলায় ডিসির কাছে অথবা থানায় টিএনও এবং নির্বাচন কমিশনে স্বারকলিপি প্রদান করা সহ আন্দোলন করা।

বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File