জামায়াতের যা করা উচিত।
লিখেছেন লিখেছেন মাজহার১৩ ০১ আগস্ট, ২০১৩, ০৯:৫৪:৩৮ রাত
১। রায়টিকে স্বাভাবিক ভাবে মেনে নিয়ে টুকটাক হরতাল ও বিক্ষোভ প্রদর্শন করা।
২। কিছু বয়স্ক জামায়াতী যাদের বয়স ৭০ বছরের বেশি তারা সংগঠনটি টিকিয়ে রাখার জন্য নাটক মন্সস্থ করবে।
৩। আপিল করবে, দৈনন্দিন কিছু স্টানবাজি করবে।
৪।বাকি সবাই হেফাজতের ভিতরে ঢুকে পরবে, দীর্ঘ সময়নীয়ে হেফাজতকে আধুনিকভাবে ঢেলে সাজাবে।
৫। গনতন্ত্রের রাজনীতি পরিহার করবে।
৬। আর্থিক প্রতিষ্টান সহ বিভিন্ন খাতে উন্নতি করবে।
৭।কিছু সংখ্যক বামদের মত আওয়ামীলীগে অনুপ্রবেশ করে প্রাচীন দলটির মাথা থেকে সেকুলারিজমের ভুত তাড়াবে।
৮। হেফাজত ইসলাম সহ ইসলামী দল্গুলো বিপ্লবের ক্ষেত্র তৈ্রী করবে।
৯।প্রশাসনে নিজেদের অবস্থান সুদৃড় করার লক্ষে ১০ বছর মেয়াদী কর্মসূচী গ্রহন করতে হবে। তা না হলে মুরসির মত সেনা অভ্যুথানে টেকা কষ্টকর হবে।
১০। স্ব স্ব এলাকায় মসজিদভিত্তিক জনকল্যান মূলক কাজে সম্পৃক্ত থেকে স্থানীয় রাজনীতিতে ব্যাক্তিগতভাবে আইকনে পরিনত হতে হবে যার সমষ্টি ইসলামী বিপ্লবের প্রভাবক হিসেবে কাজ করবে। তবে প্রত্যেককে ব্যাক্তিগতভাবে তাকওয়া অর্জন করতে হবে। সেক্ষেত্রে সাময়িকভাবে এলাকাভিত্তিক তাবলীগের সহযোগিতা নেয়া যেতে পারে।
বিষয়: বিবিধ
১৫৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন