যে ১৫ কারনে গাসিক নির্বাচনে আওয়ামীলীগের ভরাডুবি হয়নি।
লিখেছেন লিখেছেন মাজহার১৩ ০৭ জুলাই, ২০১৩, ১২:৩০:৫১ দুপুর
১. গণজাগরণ মঞ্চ তথা যৌনজাগরন মঞ্চের তৎপরতা না থাকায়। কারন গণজাগরণ মঞ্চ তৎপরতা ও হেফাজতি তৎপরতা সমানুপাতিক।
২। নির্বাচনী প্রচারনায় যুদ্ধাপরাধী ট্যাবলেট বিক্রি না করায়।
৩।এরশাদের শেষ মুহুর্তে আজমতকে সমর্থন করা।
৪।জাহাংগীর আন্তরিকতার সাথে আজমতের জন্য কাজ করা।
৫।জাহাংগীরের জামানত বাজেয়াপ্ত হওয়া।
৬। আওয়ামী নটীদের(মমতাজ,কবরী প্রমুখ) উল্লেখযোগ্য প্রচারনা।
৭। আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিদের( ৫৭ ওয়ার্ডে ৫৭ জন হেভিওয়েট নেতা )নিরলস পরিশ্রম।
৮।দলীয় প্রিসাইডিং অফিসারদের নিয়োগ ও তাদের নিলর্জ তৎপরতা।
৯। বিশেষ জেলার পুলিশদের উপস্থিতি।
১০। ভোটকেন্দ্রে আতঙ্ক চড়ানো।
১১। কিছু কিছু কেন্দ্রে ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লিগের কেন্দ্র দখল, জালভোটসহ নানাবিধ অপতৎপরতা।
১২। RAB কতৃক আইডি কার্ড ইস্যু সৃষ্টি করে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে না দেয়া।
১৩। ধীরগতিতে ভোট পরিচালনা।
১৪। এন বি আর কতৃক মান্নানের ব্যাংক হিসাব জব্দ ও ঢালাও ভাবে প্রচার করে ইমেজ ক্ষুন্নকরন।
১৫। টাকার ছড়াছড়ি।
উপোরিল্লিখিত তৎপরতা ও অপতৎপরতা কারনে আওয়ামীলীগের ভরাডুবি হয়নি।
বিষয়: বিবিধ
১৬০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন