যদি নিরপেক্ষ নির্বাচন হয়---- আগামী নির্বাচনে আওয়ামীলীগের পরাজয়ের নতুন নতুন কারন(চলবে ২০শে জুন ২০১৩ থেকে)

লিখেছেন লিখেছেন মাজহার১৩ ২০ জুন, ২০১৩, ১১:১০:১০ রাত

তারিখ ২০শে জুন

১। "আমার বউ মা খ্রিস্টান"-শেখ হাসিনার সংসদে দাড়িয়ে এই সরল স্বীকারোক্তি আগামী নির্বাচনে বড় ধরনের ফ্যাক্টর হবে।এতদিন মানুষ এই বিষয়ে দ্বিধাদ্বন্দে ছিল।কিন্তু এখন এটা সর্বস্তরের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। ৯২% মুসলমানের দেশের প্রধান মন্ত্রির ছেলের বউ অমুসলিম এটা সাধারন মুসলিমকে, আওয়ামীলীগকে ভোট দেয়ার সময় ভাবিয়ে তুলবে।

আর বিরোধীজোট এই বিষয়কে কাজে লাগিয়ে আবেগপ্রবন মুসলমানদের সমর্থন ঘরে তুলবে।এমনকি আওয়ামীলীগের দুর্বল সমর্থক কিন্তু মুসলিমরাও মুখ ফিরিয়ে নিতে পারে।

২।"হেফাজতের কর্মীরা গায়ে রং মেখে শুয়েছিল" -প্রধানমন্ত্রী। হেফাজত যদিও একটি অরাজনৈতিক দল তবে

এই উক্তিটি হেফাজত কর্মীদেরকে হাসিনার প্রতি আরো বেশি বিদ্বেষী করে তুলবে। তারা তাদের সর্বশক্তি দিয়ে শেখ হাসিনাও আওয়ামীলীগের প্রতি ঘৃনার প্রকাশ করবে।

৩। গ্রামীন ব্যাঙ্কে খন্ড বিখন্ড করা। গ্রামীন ব্যাঙ্ক কেন্দ্রিক ভোট ব্যাঙ্ক ও নষ্ট হবে।

বিষয়: বিবিধ

১৩৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File