মওদুদীবাদ সম্পর্কে জানাবেন কি?
লিখেছেন লিখেছেন মাজহার১৩ ১২ এপ্রিল, ২০১৩, ১২:৫৩:০৪ দুপুর
গনজাগরণ মঞ্চের লোকদের মুখে এই শব্দটি শুনে জানতে খুব ইচ্ছে করছে ইহা কোন ধরনের মতবাদ। কারন তারা একদিকে নাস্তিক্যবাদের লালন করছে ও মুহাম্মদ (সঃ) বিদ্বেষীদের হেফাজত করছে, অন্যদিকে ইসলামের দরদী হয়ে মওদুদীবাদ এর বিরোধিতা করছে। তাদের দ্বিমুখী নীতির কারনে এই বিষয়ে জানার খুব ইচ্ছা করছে। গত কয়েক দিন খোজাখুজি করে এই বিষয়ে একটি বই বা মতবাদের কোন পাত্তা খুজে পেলাম না।
তবে তথাকথিত গনজাগরন মঞ্চ ও তাদের দোষরা এই মতবাদের মাধ্যমে ইসলামী সমমনা দল্গুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তাই ব্লগার ও ভিজিটরদের কাছে আকুল আবেদন এই বিষয়ে কিছু জানলে জানিয়ে কৃতার্থ করবেন।
বিষয়: বিবিধ
১৮৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন