পিতা মাতা কর্তৃক সন্তানকে ত্যাজ্যপুত্র করা যায়েজ আছে কি না? যদি যায়েজ হয় তাহলে সে কোন কোন সম্পদ থেকে বঞ্চিত হবে?

লিখেছেন লিখেছেন মাদানী ০২ জুলাই, ২০১৩, ১০:২৫:৪১ সকাল

উত্তরঃ بإسمه تعالى

মাতা পিতার সম্পত্তিতে সন্তানের উত্তরাধীকার স্বত্ত্ব স্বয়ং আল্লাহ তায়ালা স্বাব্যস্ত করেছেন। সুতরাং উত্তরাধীকার সম্পত্তি থেকে সন্তানকে বঞ্চিত করার ক্ষমতা পিতামাতার নেই। যদিও সন্তান পিতামাতার বাধ্য ও অনুগত না থাকে। কোন সন্তান যদি পিতামাতার অবাধ্য হয় তাহলে সে আল্লাহর কাছে নাফরমান ও গোনাহগার গণ্য হবে। তাই বলে তাকে ত্যাজ্য করতে পারবে না। ত্যাজ্যপুত্র করা শরীয়ত সম্মত নয়।

নবী কারীম সা. এর হাদীস থেকে স্পষ্ট বুঝা যায় যে কেউ কাউকে মিরাস থেকে বঞ্চিত করলে আল্লাহ তাকে জান্নাতের মিরাস থেকে বঞ্চিত করবেন। এরপরও যদি কোন পিতা সন্তানকে ত্যাজ্যপুত্র করে তাহলে পিতা গুনাহগার হবে।

কোন সন্তান যদি খারাপ হয়, আল্লাহর নাফরমানীতে লিপ্ত থাকে এবং পিতার ধারণা জন্মায় যে তার মৃত্যুর পর সেই ছেলে সব সম্পদ আল্লাহর নাফরমানীতে ব্যয় করবে তাহলে পিতা তার জীবদ্দশায় তার সম্পদ কল্যাণকর কাজে ব্যয় করে যাওয়া উত্তম। তবে জীবদ্দশায় সম্পদ ব্যয় না করে গেলে মৃত্যুর পর ছেলে মিরাস থেকে বঞ্চিত হবে না।

তথ্যসূত্রঃ

১) আল কুরআন (সুরা নিসা # ১১)

২) ইবনে মাজাহ শরীফ (১৯৪)

৩) মিশকাত শরীফ (১/২৬৬)

৪) ফাতাওয়া শামী (১০/৪৯২)

৫) ফাতাওয়া আলমগিরী (৪/৩৯১)

৬) খুলাসাতুল ফাতাওয়া (৪/৪০০)

৭) আল বাহরুর রায়েক (৭/৪৯০)

৮) ইমদাদুল ফাতাওয়া (৪/৩৬৪,৬৫)

৯) ফাতাওয়া মাহমুদিয়া (৩০/৩০৪-৩০৭)

১০) আপকে মাসায়েল আওর উনকা হল (৬/২১৯)

“الله اعلم بالصاب



বিষয়: বিবিধ

১৫০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File