বাসাবাড়ী এবং দোকানপাট ভাড়া নেয়ার সময় ফেরৎ দেয়ার শর্তে যে এ্যাডভান্স টাকা প্রদান করতে হয় তার উপর যাকাত আসবে কি না?

লিখেছেন লিখেছেন মাদানী ২৪ জুন, ২০১৩, ০৭:২১:০১ সন্ধ্যা

প্রশ্নঃ বাসাবাড়ী এবং দোকানপাট ভাড়া নেয়ার সময় ফেরৎ দেয়ার শর্তে যে এ্যাডভান্স টাকা প্রদান করতে হয় তার উপর যাকাত আসবে কি না?

উত্তরঃ بإسمه تعالى

হ্যাঁ! যিনি ভাড়া নিচ্ছেন তার উপর উক্ত টাকার যাকাত ফরজ হবে। কেননা এই টাকা তার মালিকানাতেই রয়ে গেছে। জমা রাখার কারণে মালিকানা শেষ হয়ে যায়নি। সুতরাং অন্যান্য মালের সাথে হিসাব করে এই টাকারও যাকাত দিতে হবে। অনুরূপভাবে যদি উক্ত সম্পদই নেসাব পরিমাণ হয় এবং এ ছাড়া আর কোন টাকা না থাকে তাহলেও বৎসরান্তে উক্ত সম্পদ হস্তগত হওয়ার পর বিগত দিনের যাকাত দিতে হবে।

তথ্যসূত্রঃ

১) ফাতাওয়া শামী (৩/১২৬,৩৭)

২) বাদায়েউস সানায়ে (২/৯০)

৩) ফাতাওয়া তাতারখানিয়া (২/৫৯,৬০)

৪) ফাতাওয়া ওয়ালওয়ালিযিয়্যাহ (১/১৮৬)

والله اعلم بالصواب

সৌজন্যে



বিষয়: বিবিধ

১১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File