সন্তান নিলেই বোনাস!
লিখেছেন লিখেছেন মোঃমাছুম বিল্লাহ ১৫ মে, ২০১৫, ০৭:৪৭:০৪ সন্ধ্যা
ফিনল্যান্ডের অনেক শহরে লোকসংখ্যা কমে যাওয়ায় অভিনব কৌশলের আশ্রয় নিচ্ছে কর্তৃপক্ষ। যেমন- কোনো শহরে নতুন বাসিন্দাদের এক ইউরোর বিনিময়ে প্লট দেয়া হচ্ছে, আবার কোনো শহরে দম্পতিদের নতুন সন্তান জন্ম দেয়ার জন্য দেয়া হচ্ছে বোনাস। ফিনল্যান্ডের জাতীয় বেতার স্টেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ছোট শহর ছেড়ে সবাই বড় শহরের দিকে ছুটছে। এ প্রবণতা দিন দিন বাড়ছে। অ্যাসোসিয়েশন অব ফিনিশ লোকাল অ্যান্ড রিজিওনাল অথরিটিজ জানিয়েছে, দুই তৃতীয়াংশের বেশি ছোট পৌরসভা বা শহর এখন নামমাত্র মূল্যে প্লট দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে।
দেশটির অনেক শহরে দম্পতিদের সন্তান নিতে উৎসাহ যোগাতে বোনাস ঘোষণা করা হয়েছে। বোনাসের এ পরিমাণে শহর-ভেদে রয়েছে ভিন্ন। যেমন পশ্চিম ফিনল্যান্ডের একটি শহর, লেসটিজার্ভিতে এ রকম 'বেবি বোনাসের' পরিমাণ প্রায় ১০ হাজার ইউরো। বড় অংকের বোনাসের পরও শহরটির লোকসংখ্যা মাত্র ৮১৫ জন।
অ্যাসোসিয়েশন অব ফিনিশ লোকাল অ্যান্ড রিজওনাল অথরিটিজ আরো জানিয়েছে, কতটুকু ফল পাওয়া যাচ্ছে এসব কৌশল অবলম্বনে তা বলা কঠিন। তবে একটা শহর কর্তৃপক্ষ স্বীকার করেছে, তারা অনেক চেষ্টা করেও শহরের জনসংখ্যা বাড়াতে পারেনি। গত ১০ বছর ধরে তারা এক ইউরোর বিনিময়ে প্লট দেয়ার সুযোগ দিয়েছে।
http://www.ittefaq.com.bd/world-news/2015/05/15/22239.html
বিষয়: বিবিধ
১২৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন