রূপাই (কবি জসীমউদ্দিন)

লিখেছেন লিখেছেন মোঃমাছুম বিল্লাহ ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৩:৩২:৩০ দুপুর

এই গাঁয়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল

কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল?

কাঁচা ধানের পাতার মত কচি-মুখের মায়া,

তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া।

জালি লাউয়ের ডগার মত বাহু দুখান সরু।

গা-খানি তার শাঙন মাসের যেমন তমাল তরু।

বাদল-ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল,

বিজলী মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল।

কচি ধানের তুলতে চারা হয়ত কোনো চাষী

মুখে তাহার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি।

কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি,

কালো দতের কালি দিয়েই কেতাব কোরাণ লেখি।

জনম কালো, মরণ কালো, কালো ভূবনময় ;

চাষীদের ওই কালো ছেলে সব করেছে জয়।

সোনায় যে জন সোনা বানায়, কিসের গরব তার?

রঙ পেলে ভাই গড়তে পারি রামধণুকের হার।

সোনা নহে, পিতল নহে, নহে সোনার মুখ

কালো-বরণ চাষীর ছেলে জুড়ায় যেন বুক |

বিষয়: বিবিধ

১৩৯০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320369
১৬ মে ২০১৫ বিকাল ০৪:২৬
জোনাকি লিখেছেন : সুন্দর
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
261469
মোঃমাছুম বিল্লাহ লিখেছেন : যখন মাদ্রাসায় পড়তাম কবিতাটি পড়েছিলাম । ভাললেগেছিল তাই সংগ্রহে রাখলাম ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File