কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা – তাওহীদের সেবক

লিখেছেন লিখেছেন মোঃমাছুম বিল্লাহ ০৮ আগস্ট, ২০১৩, ০৩:২৩:০৫ রাত

তাওহীদের হায় এ চির সেবক

ভুলিয়া গিয়াছো সে তাকবীর

দূর্গা নামের কাছাকাছি প্রায়

দরগায় গিয়া লুটাও শীর

ওদের যেমন রাম নারায়ণ

মোদের তেমন মানিক পীর

ওদের চাউল ও কলার সাথে

মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর

ওদের শিব ও শিবানির সাথে

আলী ফাতেমার মিতালী বেশ

হাসানরে করিয়াছি কার্তীক আর

হোসেনরে করিয়াছি গজ গনেশ

বিশ্ব যখন এগিয়ে চলেছে

মোরা আছি বসে

বিবি তালাকের ফতওয়া খুজেছি

কোরাণ হাদীছ চষে

হানাফী শাফেয়ীমালেকী হাম্বলী

মিটেনি তখনও গোল

এমনি সময় আজরাইল এসে

হাকিলো, তলপি তোল

বাহীরের দিকে যত মরিয়াছি

ভীতরের দিকে তত

গুনতিতে মোরা বাড়িয়া চলেছি

গরু ছাগলের মত।

বিষয়: বিবিধ

২৮২৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287734
২৫ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৩৯
গ্রাম থেকে লিখেছেন : প্রিয় কবি নজরুলের অসাধারণ একটি কবিতা এটি, আমার খুব ভালো লাগে।
ধন্যবাদ পোস্ট করায়।
২৮ নভেম্বর ২০১৪ সকাল ০৭:০৪
232762
মোঃমাছুম বিল্লাহ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File