উত্তরের সৌন্দর্য তিস্তা ব্যারেজ !
লিখেছেন লিখেছেন মোর বাড়ি অংপুর ১২ এপ্রিল, ২০১৩, ১২:১৩:৪২ রাত
হামার বাড়ির পাশ দিয়া চলি গেইছে তিস্তা নদী । নদীর দুই দিকে কি সুন্দর দিশ্য । ধানবাড়ি, পাটাবাড়ি, কুষারবাড়ি আর শরিষা ফুলের বাহার। হাজার হাজার কিষাণ কিষানির সারাবেলা কাজের মেলা ।
হ্যাঁ, জাগাটির নাম দুয়ানি । লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলা । এখানেই হামার গর্বের ধন ৬১৫ মিটার লম্বা তিস্তা ব্যারেজ (Tista Dam)। এইটার কাজ শুরু হছিল ১৯৭৯ সালে, আর শ্যাষ হইছে গিয়া ১৯৯৭-৯৮ সালে ।
অনেক কাজেই হামরা এই তিস্তা ব্যারেজ ব্যবহার করি থাকি । করি কৃষিসেচ, চলে যোগাযোগ, হয় মাছ চাষ ও পল্ট্রি খামার । বৃক্ষরোপন কাজেও এটা ব্যবহার করি হামরা । অনেক দুরদুরান্ত থাকি আইসে হাজার হাজার মানুষ বেড়বার জন্যে । শরতে দেখা যায় বরফ দিয়া ঢাকা ভারতের কান্চনজঙ্গা পাহাড় । শীতে ফোটে প্রকৃতির আসল রুপ । বর্ষায় থৈ থৈ করে অথৈ জল, ভরি যায় নদীর দুইকূল । সারা বছর জুরি থাকে অনেক মানুষের মিলনমেলা । এটা আনন্দ উদ্দিপনার আধার, দেশের অনেক আয়ের উৎস।
এই জাগার মানুষ গুলাও খুব ভালো । খুব সহজ সরল আর আন্তরিক । দুরের যে কেউ আইসলে মুগ্ধ হইবে এমার গুলার নির্ভেজাল ভালোবাসায়।
বিষয়: বিবিধ
২৭৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন