হামরা অংপুরের মানুষ, কারমাইকেল কলেজ হামার গর্ব!
লিখেছেন লিখেছেন মোর বাড়ি অংপুর ০৯ এপ্রিল, ২০১৩, ১১:৫০:২১ রাত
রংপুর কারমাইকেল কলেজ । ১৯১৬ সালের ১০ই নভেম্বর বাংলার গভর্নর Lord Carmichael (Thomas David Baron Carmichael) এর নামে প্রতিষ্ঠিত হয় । এটি একটি শুধু কলেজ নয়, সমগ্র উত্তরবঙ্গের আলোক বর্তিকা, প্রানের স্পন্দন ।
-----------------------------------*
হামরা ভাইও অংপুরের ছাওয়া । হামার এত্তি কতো কি জিনিষ যে আছে ভাইও! এই যে কারমাইকেল কলেজ, হামার এত্তিকার কতো ছাওয়া-পোওয়া যে এটাত্ নেকাপড়া করি মানুষ হইছে, তার কোন হিসাবেই নাই । এই কলেজটা যদি না থাকিল হাঁয়, হামরা গুলা নেকাপড়া কল্লং হাঁয় কেমন করি! হামার এত্তিকার বেশিরভাগ নোক এইখান থাকি মানুষ হইছে ।
কলেজটা দেখতেও খুব সুন্দর ভাইও! কতযে বিল্টিং, কতযে গছ! যেদিকে চোখ যায় সেদিকে খালি ভুঁই আর ভুঁই । কি সুন্দর করি সাজাইছে ভাইও, দেখিয়া মোর মনটা ভরি যায় । ছাত্র/ছাত্রীও আছে যেমন, মাষ্টারও বহু । কিযে হায় হুল্লোড় ব্যাপার ।
কাঁও যদি অংপুরত বেড়বার আইসে ভাইও, তাইলে যেন কারমাইকেল কলেজটা একবার দেখি যায়! তারও মনটা ভরি যাইবে । হামরাতো আছি, সগায় মিলি সাহায্য করমো। কোন অসুবিধা হবার নয়।
বিষয়: বিবিধ
২১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন