আইজ মতিঝিলত্ এতো মানুষ, মুঁই জীবনে দেখোং নাই!
লিখেছেন লিখেছেন মোর বাড়ি অংপুর ০৬ এপ্রিল, ২০১৩, ০৭:৪০:৩০ সন্ধ্যা
আইজ মতিঝিল শাপলা চত্ত্বরত্ যায়া দেখোং বাপরে বাপ, লাখ লাখ মানুষ। যেদিকে তাকাং সেদিকে মানুষ, যেদিকে তাকাং সেদিকে মানুষ। এত্বগুলা মানুষ কোঠে থাকি যে আসিল্, কাঁও কবার পায় না। সগারে মুখে মুখে জিকির আর জিকির , নবীর জনতে ভালবাসা আর ভালবাসা। কোন্ কোন্ নাস্তিক বেলে হামার নবীর দুর্নাম কইছে। আল্লাহকে নাকি অস্বিকার কর্ছে। সেই জনতে নাকি প্রতিবাদ করবার আস্ছে। সগায় মিলি ওগ্লার ফাঁসি চাবার নাগছে।
হামরা কিন্তু বাহে এগ্লা পছন্দ করি না। হামার নবী আর আল্লাহকে যদি কাঁও অন্যায় কথা কয়, তাহলে মোর মেজাজটা খুব খারাপ হয়া যায়। মুঁই আর ঠিক থাকপার পাং না।
কন্তো বাহে এটা কেমন কথা! আল্লাহকে কাঁও কি অস্বীকার করে? নবীকে কাঁও কি গাইল পারে? এম্রা কি মানুষ বাহে? এম্রাতো পশুর থাকি খারাপ !! এগ্লার তো মরায় ভালো।
বিষয়: বিবিধ
১০৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন