শাপলা চত্ত্বরে হাজার হাজার মানুষ মারার গুজব ছড়ানোদের মুখে কলুপ!!!
লিখেছেন লিখেছেন অআইঈ ১৯ মে, ২০১৩, ০৩:৫৯:১২ দুপুর
গতকাল কালেরকন্ঠ পত্রিকার লিডিং নিউজ ছিল গত এক সপ্তাহে এক জন হেফাজত কর্মী নিখোজ হবার সত্যতা মেলেনি। কিন্তু কথা হচ্ছে হেফাজতকে কার ব্যবহার করে ক্ষমতায় যেতে চেয়েছিল? কারা হেফাজতের কমকান্ডকে প্রশ্নবিদ্ধ করেছিল? তাদের মুখে আজ কথা নেই। ক্ষমতায় না যেতে পারার জ্বালা আর স্ত্রী হারানোর জ্বালা একই। বিএনপি আজ সেই জ্বালায় জ্বলে মরছে। কখনো তারা জামাতের ঘাড়ে উঠছে আবার কখনো হেফাজতের ঘাড়ে উঠছে। নিজের কোমরে যদি বল না থাকে তবে অন্যর সাহায্যে কতক্ষণ চলা যায়? মাঝে দেশবাসীকে কিছু ডাহা ম্যিথার বুলি শুনিয়ে আর ৩ বার আল্টিমেটাম দিয়ে নিজেদের মুখ দেখানোর উপায় নেই।
বিষয়: বিবিধ
১৭২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন