ফখরুল: দু'মুখো সাপ
লিখেছেন লিখেছেন বিডি নিউজ ০৮ জুলাই, ২০১৩, ০১:২১:৪২ দুপুর
নির্বাচনেন দিন বলে এক আর নির্বাচনের পর দিন সকালে বলে আর এক। গত ৫টি সিটি নির্বাচনে ফখরুল গংদের দিন ভর মিডিয়ায় এক বাক্যে বলে আসে নির্বাচনে কারচুপি হচ্ছে বলে ঢাকায় বসে গলাবাজি করে। কিন্তু সকাল হতেই যখন দেখে নিজেদের প্রার্থী জয়লাভ করেছে তখন আবার উল্টো কথা বলে, জনগণের বিজয় হয়েছে। ব্যাটা আস্ত একটা দু'মুখো সাপ।
বিষয়: বিবিধ
১৬৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন