হেফাজত নেতা বাবু নগরী আইসিইউতে
লিখেছেন লিখেছেন বিডি নিউজ ২৯ মে, ২০১৩, ১২:৪৬:৪১ দুপুর
হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিডনি ফেল করার পর তাকে গতকাল ডায়ালাইসিসও করা হয়েছে। তার পায়ের একটি স্থানে ক্ষত দেখা যায়। হাসপাতালে তাকে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ডায়াবেটিস রোগীকে শারীরিক সক্ষমতা অর্জন না করা পর্যন্ত অপারেশন করা না যাওয়ায় ভর্তির চার দিন পর গতকাল সকালে তার অপারেশন করা হয়। কিন্তু প্রেসার ও উচ্চ রক্তচাপ তীব্র হলে সন্ধ্যায় তিনি কিডনী ফেল করেন ফলে ডায়ালাইসিস করার প্রয়োজন হয়। হাসপাতালের একজন চিকিৎসক জানান, কিডনির ডায়ালাইসিসের কারণে আইসিইউতে নেওয়া হয়ে থাকে। তবে এটি স্বাভাবিক চিকিৎসা পদ্ধতি। এতে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
বিষয়: বিবিধ
১৮০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন