আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ

লিখেছেন লিখেছেন বিডি নিউজ ০৭ মে, ২০১৩, ১১:৩০:৫১ সকাল

৫ তারিখ সকাল হতে হেফাজত নামধারীরা ঢাকা শহরে যে তান্ডব শুরু করেছিল তার মাত্রা এতটাই প্রকট ছিল যেটা ৭১ সালেও ঢাকা শহরে দেখা যায়নি বলে অনেকে মন্তব্য করেছেন। সারা দিন টিভিতে দেখা গেছে এক পাশে পুলিশ রাবাল বুলেট , সাউন্ড গ্রেনেড মারছে অন্য দিকে হেফাজত কর্মীরা ইট মারছে, ভাংচুর করছে, আগুন দিচ্ছে। কিন্তু হাতে গোনা ২-৩টি মিডিয়ায় প্রচার করা হচ্ছে আওয়ামীলীগ কর্মীরা এ সকল কান্ড ঘটিয়েছে। রাতের বেলা খালেদা জিয়া ঘোষনা দিলেন হেফাজত কর্মীদের পাশে দাড়াতে। একজন বিবেকবান মানুষ কিভাবে একটা সংঘাতের সময় অন্য একটি বড় দলকে সেখানে যেতে বলে? রাতেল বেলা পুলিশ যদি হেফাজত কর্মীদের ঢাকা ছাড়া না করত তাহলে বানিজ্যিক এলাকা মতিঝিল আর মতিঝিল থাকত না। ধন্যবাদ পুলিশ-বিজিবি-র‌্যাবকে। অন্যথায় সকালে বিএনপি-হেফাজত-আওয়ামীলীগ-পুলিশ যুদ্ধ শুরু হয়ে যেত। ধর্মের নামে আমরা আর কোন সমাবেশ দেখতে চাই না।

বিষয়: রাজনীতি

১২২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File