হরি ধান
লিখেছেন লিখেছেন ফারুক আহমেদ০২ ০৩ জুন, ২০১৩, ১০:৩১:৪৯ সকাল
একসময় আমাদের দেশে বহু জাতের ধান ছিল ।কোন্ ধানে মুড়ি,কোন্ ধানে খই আর কোন্ ধানে পিঠা এ নিয়ে গল্প- কবিতা লেখা হতো ।সেসব হারিয়ে গিয়েছে ।হারিয়ে দেয়া হয়েছে ।কোটি, কোটি টাকার গবেষণার মধ্যদিয়ে সেগুলোকে নিশ্চিহ্ন করা হয়েছে ।এখন আর সেসব ধান নেই , ধান নিয়ে গান নেই ,কৃষকের প্রাণ নেই ! আছে শুধুই হাইব্রিড ।অনেকের ধারণা হাইব্রিডে ফলন ভাল । এ ধারণা ততক্ষণই ঠিক যতক্ষণ প্রকৃতির খবর থাকে অনুপস্থিত ।প্রকৃতির ফলন হয় ধীরে ধীরে কিন্তু দীর্ঘস্থায়ী। সিডি ডিস্ক বা ডিভিডি ডিস্ক আর মানব মস্তিষ্কের যেমন পার্থক্য তেমনই বায়ু চলাচলহীন এসি-ডিসি ল্যাবরেটরী আর প্রকৃতির ল্যারেটরীর মধ্যে পার্থক্য ।
ফলন আর লাভের শুধু একটি দিক দেখলে চলে না ।শুধু কার্বন নির্গমনেই পরিবেশ-প্রকৃতির ক্ষতি হয় না ।আশু এবং একপেশে লাভের মোহে স্বার্থান্ধ হয়ে হাইব্রিড এবং ইনভেসিভ কৃষিতেও পরিবেশ-প্রকৃতির ব্যাপক ক্ষতি হয় ।ফ্লোরা-ফুয়ানা সিস্টেম সম্পূর্ণ ভেঙ্গে পড়ে । পরিবেশ বিপর্যস্ত হয় প্রকৃতির প্রাণশক্তি হারিয়ে যায় ।বহু টাকার গবেষণায় ধানের ফলন কতটুকু বেড়েছে ঠিক জানা না গেলেও ধানক্ষেতের মাছ হারিয়ে গিয়েছে ।আষাঢ় মাসে আর সোনা ব্যাঙ ডাকে না ।
গবেষণা নিষেধ তা নয় ।তবে তা প্রকৃতিকে ধ্বংসের জন্য নয় । প্রকৃতির খবর জানার জন্য । প্রকৃতির খবরে যবর হলে সকল জীবের জন্য সুন্দর আবাস গড়া সম্ভব ।তেমনই এক খবর হরিধান ।
হরিপদ কাপালি। ঝিনাইদহের সদর উপজেলার আসানসোল গ্রামের এক প্রান্তিক কৃষক । চোখ মেলে প্রকৃতি দেখেন দেখেন , দেখেন মাঠ ,মাঠের ধানগাছ,লতাপাতা-ঘাস ।না ,এসি-ডিসি লাবরেটরিতে যাওয়ার তাঁর সুযোগ হয়নি ।ভালই হয়েছে । ভাল হয়েছে প্রকৃতির জন্য । ভাল হয়েছে কৃষকের জন্য , মানুষের জন্য ।তাঁর গবেষণার ক্ষেত্র প্রকৃতির খোলা মাঠ ।মাঠ খোলা থাকছে না । বদ্ধ ল্যাবরেটরীর দুষিত বাতাস মাঠে এসে আছড়ে পড়ছে ।হরিবাবু বাছাই করতে জানেন ।একটি ধান গাছ তাঁর চোখে পড়ল ।একটু বেশি হৃষ্ট-পুষ্টু । পর্যবেক্ষনে রাখলেন যতনে ।একদিন বাইল বের হলো । তিনি দেখলেন এতে বীজের সংখ্যা অন্যগুলোর চেয়ে বেশি ।ধরণও মজবুত । যতন, পর্যবেক্ষণ বাড়িয়ে দিলেন । ধান পাকার পর যতন করে রাখলেন । পরের মৌসুমে বুনলেন ।ফলন বেশি । বিঘাপ্রতি ১৮ থেকে ২০ মণ।ভাতের স্বাদও ভাল ।কৃষকদের জানিয়ে দিলেন। ওই অঞ্চলের কৃষকরা এখন ব্যাপক ভাবে কম খরচে এই ধান চাষ করছেন । এভাবে একজন প্রান্তিক কৃষক প্রকৃতির ল্যারেটরী হতে আবিষ্কার করলেন এক নতুন প্রজাতির ধান,হরি ধান।প্রান্তিক কৃষক হরিপদ কাপালি ডারউইনের আবিস্কৃত কৃত্রিম নির্বাচনের একটি সফল পরীক্ষা সম্পন্ন করেছেন এভাবে।
বিষয়: বিবিধ
১৫০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন