মাননীয় প্রধানমন্ত্রী মিথ্যা বলবেন কেন?
লিখেছেন লিখেছেন ফারুক আহমেদ০২ ২৬ এপ্রিল, ২০১৩, ১২:০১:০২ রাত
শ্রমিকের লাশের পর লাশ , স্বজন হারানো হাজার হাজার মানুষের আহাজারিতে যখন দেশের বাতাস ভারি হয়ে আসছে তখন দেশের শীর্ষস্থানীয় ব্যাক্তির কি মিথ্যা বলা সাজে ?মুনাফালোভী এক দানবের ক্ষমতার মদমত্ততায় বেপরোয়া হয়ে মৃত্যুকুপের মধ্যে শ্রমিকদের ঢুকিয়ে স্বাধীন দেশের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত করার পর মানুষ তার পরিচয় জানতে চায় ।জানা যায় সেই দানবটির পরিচয় ।জানা যায় সে সাভার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ।এখনও প্রধানমন্ত্রী শেখ হাছিনা এবং স্থানীয় আওয়ামীলীগ সাংসদ মুরাদ জং এর সাথে তার ছবি সম্বলিত পোষ্টার সাভারের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে ।আর মানণীয় প্রধানমন্ত্রী বলে দিলেন সোহেল রানা যুবলীগের কেউ নয়!প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বজিতের খুনিদেরও ছাত্রলীগের বলতে স্বীকার করেননি ।মানুষ সব হারিয়ে যখন ব্যথায় ভারাক্রান্ত , যখন মানুষের দীর্ঘশ্বাস ফেলবারও কোন জায়গা নেই তখন দেশের শীর্ষ স্থানীয় ব্যাক্তিদের এই মিথ্যাচারে মানুষ কিভাবে বিশ্বাস করবে যে তাঁরা রাষ্ট্রের কাছ থেকে ন্যায্য বিচার পাবে ?প্রধানমন্ত্রীর এই ধরণের মিথ্যা বলার কারণ কি এই যে, তিনি মনে করেন যুবলীগের সবাই ফেরেশতা ?তিনিইতো বলেছেন যে আগে উদ্ধার কাজ তার পর বিচার ।তাহলে তিনিই আবার উদ্ধার কাজ শেষ না হতেই ভবন মালিকের পরিচয় গোপন করতে ব্যাস্ত হয়েছেন কেন?এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এক তদন্ত কমিটি গঠন করেছেন । সেই কমিটি নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান ।এই সমস্ত শৈল্পিক কাজ আওয়ামীলীগের চেয়ে ভাল আর কোন দল পারে না ।একদিকে ভবন মালিকের বিচার চাওয়া হচ্ছে অপরদিকে তার পরিচয় আড়াল করার জন্য ব্যস্ত হচ্ছে একই টেবিলের দুই পাশে বসা একই দলের লোকেরা ।এই হচ্ছে ‘গণতান্ত্রিক’ তামাশা !আর এ তামাশায় শাসক শ্রেণির দলগুলোর মধ্যে আওয়ামীলীগই শীর্ষে।
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন