উরবে পতাকা উরবে কালিমা,কেটে যাবে যাবে সকল অন্ধকার

লিখেছেন লিখেছেন অরন্য ০৬ এপ্রিল, ২০১৩, ০৫:১৬:২২ বিকাল

by oronno20

“বাংলাদেশ জামায়াতে ইসলামি এবং ইসলামি ছাত্র শিবির” বহু কষ্টের সাথে ইসলামি আন্দলোনের প্রতি মানুষ কে আহবান করছে দীর্ঘ দিন যাবত।শুধু মাত্র ইসলামি আন্দোলনের জন্য শহিদ হয়েছে এই সংঘঠনটির বহু কর্মী ,সমর্থক ,সাথী ,সদস্য ।শিবিরের নিয়ম কানুন সকলের কাছে গ্রহন যোগ্য ।এই নিয়ম কানুন একজন ছাত্রকে ভাল ছাত্র হিসেবে উপযুক্ত করে গড়ে তুলে পাশা-পাশি একজন ধর্ম প্রান মুসলিম হিসেবে ও গড়ে তুলে।এই সংঘঠন টি ই বাংলাদেশের সর্ব প্রথম ইসলামি সংঘঠন ।যা একজন মানুষ কে পরিপূর্ণ ভাবে ঈমানদার হিসেবে গড়ে তুলতে ছোট থেকেই টার্গেটে রাখে।আর তাতে বাবা-মা ও থাকে সস্থিতে।একজন মানুষ কে সৎ ,চরিত্রবান এবং কর্মঠ হিসেবে গড়ে তুলার আপ্রান চেষ্টা থাকে “বাংলাদেশ জামায়াতে ইসলামি এবং বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের” আর এই সংঘঠনটির ভালো দিক গুলো কেই অপছন্দ করে কিছু ধর্ম বিদ্বেষী মানুষ।তারা ঐ দিক গুলোকে তথা কথিত নষ্ট রাজনিতির সাথে তুলোনা করে।যারা লোক মুখে শুনে জামায়াত – শিবির কে ঘৃণা করছেন তাদের কে বলতে চাই একবার জামায়াত শিবিরের সাথে মিশে দেখুন।অন্তত তাদের বিরুদ্ধে জটিল কিছু বের করার উদ্দেশ্যেই আসুন।দেখুন তাদের মন্দ জিনিস গুলো বের করতে পারেন কিনা।তবু ও আসুন।দয়া করে না জেনে কাউ কে দুষবেননা।কারন,রাসুল (সাঃ) বলেছেনঃতোমরা সন্দেহ করোনা,কারন,সন্দেহ হচ্ছে সব চেয়ে বড় মিথ্যা” আর মিথ্যা বলা ইসলামে হারাম।

বিষয়: বিবিধ

১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File