ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতায় পুরস্কার জিতল রানা প্লাজা!!!!!

লিখেছেন লিখেছেন মোঃ ফজলে রাব্বী ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১৬:৫৩ দুপুর



ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতায় পুরস্কার জিতল রানা প্লাজা ধসের পর মানবিক বিপর্যয়ের ছবি। আর স্মরণকালের ভয়াবহ ওই বিপর্যয়ের ছবি তুলে প্রেস ফটোর পুরস্কার জিতেছেন বাংলাদেশি দুই আলোকচিত্রী।

তাদের মধ্যে প্রথম নারী হিসেবে প্রেস ফটোর প্রতিযোগিতায় সংবাদভিত্তিক তালিকায় একক আলোকচিত্র ক্যাটারিতে তৃতীয় হয়েছেন নারী আন্দোলনের সক্রিয় কর্মী তাসলিমা আক্তার। একই তালিকায় আলোকচিত্র কাহিনী ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন আরেক ফটোসাংবাদিক রাহুল তালুকদার।

শনিবার নেদারল্যান্ডসের আমস্টার্ডামে ওয়ার্ল্ড প্রেস ফটো-২০১৪ এর ফলাফল ঘোষণা করে আন্তর্জাতিক জুরি বোর্ড।

তারা দুজনই গতবছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর মানবিক বিপর্যয়ের ছবি তুলে এই পুরস্কার পেয়েছেন। সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন বহুতল ওই ভবন ধসে এক হাজার একশ’র বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হন।

‘কলাপ্স অফ রানা প্লাজা’ শিরোনামে রানা প্লাজার ছবি

আলোকচিত্র বিষয়ক প্রতিষ্ঠান পাঠশালার শিক্ষক তাসলিমার পুরস্কারপ্রাপ্ত ছবিটির শিরোনাম ‘ফাইনাল এমব্রেস’ বা ‘শেষ আলিঙ্গন’। ছবিটি টাইম ম্যাগাজিনের ২০১৩ সালের সেরা দশ ছবির তালিকায় ছিল।

ওই ছবিতে রানা প্লাজার ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া এক নারী ও পুরুষ শ্রমিকের আলিঙ্গনের দৃশ্য রয়েছে। বিপ্লবী নারী সংহতির সভাপতি তাসলিমা বামপন্থী সংগঠন গণসংহতি আন্দোলনেরও সদস্য।

আলোকচিত্র কাহিনী ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত রাহুল তালুকদারের ফটো সিরিজের নাম ‘কলাপ্স অফ রানা প্লাজা’ বা রানা প্লাজা ধস Click this link । রাহুল ‘বাংলাদেশ সংবাদ ৭১’-নামে একটি ইন্টারনেটভিত্তিক সংবাদপত্রে আলোকচিত্রী হিসেবে কাজ করেন।

প্রতিবছর নয়টি ক্যাটাগরিতে ২৫টি দেশের মোট ৫৩ আলোকচিত্রীকে এই পুরস্কার দেয় বিশ্বের সবচেয়ে বড় আলোচিত্র বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড প্রেস ফটো। ১৯৫৫ সালে আমস্টার্ডামে যাত্রা শুরু করে আলোকচিত্র ও ভিজ্যুয়াল মিডিয়ায় অবদান রাখার জন্য পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড প্রেস ফটো।

এবারের প্রতিযোগিতায় ১৯ জন বিচারকের রায়ে ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার-২০১৩ জিতে নিয়েছেন আমেরিকান আলোকচিত্রী জন স্টেনমেয়ার।

বিষয়: বিবিধ

১২৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177303
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নেগেটিভ ক্যাটগরি তে আমরা প্রথম হই প্রায়ই!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File