একজন জিল্লুর রহমান
লিখেছেন লিখেছেন মোঃ ফজলে রাব্বী ০৪ এপ্রিল, ২০১৩, ০৩:৩১:২০ দুপুর
মরহুম প্রেসিডেন্ট জিল্লুর রহমান চলে গেছেন না ফেরার দেশে,হারিয়ে গেছেন আমাদের মাঝে থেকে। এ চলে যাওয়া ফিরে আসার নয়,এ হারিয়ে যাওয়া খুঁজে পাবার নয়। কিন্তু রেখে গেছেন অন্য সব গুনি ব্যাক্তিদের মত কিছু নীতি,আদর্শ,ভালবাসা ও মমত্ববোধ। মৃত্যুর পর যতটুকু সম্মান পাবার কথা ছিল,তার সবটুকু দিয়েছে গোটা জাতি এবং অবশ্যই তা সব ধর্ম,জাতি,দল নির্বিশেষে। কিন্তু যা চেয়েছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন এই দেশকে নিয়ে তা কি শুধু স্বপ্নই থেকে যাবে নাকি দূরস্বপ্ন হয়ে থাকবে বর্তমান বাংলাদেশের মত।
বিষয়: রাজনীতি
১১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন