মনে রেখ আমিও ছিলাম...

লিখেছেন লিখেছেন না বলা কথাগুলো ১৪ এপ্রিল, ২০১৩, ১২:৪৪:০৩ দুপুর



আজ পহেলা বৈশাখ। সবদিকে আনন্দ আর সাজ সাজ রব।

অথচ আমার মনে কোন আনন্দ নেই। নিরানন্দ দিন কাটছে আমার।

না, আজ একটি উইশিং ম্যাসেজ যায়নি আমার মোবাইল থেকে কোথাও।

এটা সম্ভবত প্রথম! কোন একটা ওকেশনে কোন মেসেজ আমি পাঠাই নাই।

আজ আমি একাকীত্বে কাটাব নিজের দিনটি নিজের মত করে......একান্তেই।

জানি হয়তো নতুনের কেতন ওড়াচ্ছ। নতুন পথের পানে আজ ছুটে চলেছ নতুনত্বকে বরণ করার নেশায়। আজ তুমি জয়ী, তুমি সুখী। সুখের সারথীতে ভেসে বেড়াচ্ছ।

ভুল যাওয়া দিনগুলো যে বড়ই অমলিন। বড়ই নিষ্ঠুর। কতটা যাতনাময়...বন্ধু যদি তুমি জানতে! ছাইচাপা বেদনাগুলো ক্ষণে ক্ষণে আশাহত করে তোলে আমাকে। আমি যে পারিনা তোমার মত করে বদলে যেতে। নতুনকে আঁকড়ে ধরতে!

জানি হয়তো জীবন চাকা সচল রাখতে অনেক কিছুই করতে হবে। মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে! কিন্তু হৃদয়ের সেই ক্ষত কি কখনো শুকাবে???

হয়তো মনে পড়বে কোন উদাস দুপুরে...যখন ক্লান্ত হয়ে ফিরবে নীড়ে। হয়তোবা কোন কালবৈশাখীর থাবা থেকে নিরন্তর বাঁচার প্রয়াসে উড়ে আসা কোন ডাহুক পাখিকে দেখে কিংবা নীলাভ সাগরের পাশে দাঁড়ালে...!

আমি ও সেই দিনের প্রতিক্ষায় রইলাম...বন্ধু।

হয়তো সে দিন আমি তোমার থেকে জোজন জোজন দূরে। চাইলেও পাবে না তুমি আমাকে। হয়তো তোমার অনুশোচনা অশ্রুতেই মিশে যাবে। বলার সময়টুকুও পাবে না। ....

তবু সুখে থোকো।

মনে রেখ আমিও ছিলাম।

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File