আমি কৃষ্ণ না

লিখেছেন লিখেছেন ক্ষ্যাপা পাগল ১২ এপ্রিল, ২০১৩, ০৪:০০:৩৫ বিকাল

আমি কৃষ্ণ না। তাই আমার সবকছিুই যন্ত্রনাদায়ক। আমি যা করি তাই ভূল, অন্যায়। আমি লিখতে পারি সেটা আরও বড় অন্যায়। আমি কি লিখছি সেটা ভালোভাবে উপলব্ধি না করেই আমাকে কাফের, নাস্তিক বানানো হচ্ছে। কারণ আমি ব্লগ লিখছি। আমি ব্লগার। আমি সত্য লিখলেও সমস্যা কিন্তু বাঁশের কেল্লা থেকে যে প্রতিনিয়ত মুসলমানদের চোখে ধুলা দেবার বাঁশ দেওয়া হচ্ছে তাতে কিচ্ছু যায় আসে না। কারণ একটাই, কৃষ্ণ করলে যে সেটা লিলাখেলা হয়। আমিতো কৃষ্ণ না।

ইসলাম গেলো, ইসলাম গেলো বলে চারিদিকে এখন যে জুজুর ভয় শুরু হয়েছে তাতে ইসলাম কি জিনিস তা নতুন করে আবার শিখতে হবে আমার। ইসলাম কি এত সস্তা একটা জিনিস যে, সেটা কিছু ভন্ড মুনাফেকের কথায় চলে যাবে। ইসলাম কোন তর্ক করার বস্তু নয়, ইসলাম বিক্রি করার বস্তু নয়। ইসলাম হচ্ছে বুকে ধারন করে সুন্দর ভাবে চলার জীবন বিধান। অথচ সেই সুন্দর ভাবে চলার জীবন বিধানকে কুৎসিত চাদরে ঢেকে দিচ্ছে কিছু তথাকথিত ইসলামের ধারক, বাহক।

৯০ সালের পর থেকে দেখে আসছি আওয়ামী লীগ বা বি এন পি যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তারা তাদের নেতাকে নিয়ে এত বেশি প্রচারে ব্যাস্ত থাকে যে তারা বুঝতে পারে না এই প্রচার এক সময় হিতে বিপরিত হয়। যেমন বঙ্গবন্ধু এবং জিয়া এই দুজন কে নিয়ে এমন প্রচার হয় মনে হয় এরা বিক্রয়ের বস্তু এবং ১ টাকা দামের চকলেটের মত যে কোন দোকানে তাঁদের কিনতে পাওয়া যায়। ঠিক তেমন ভাবে বর্ত

মানে ইসলাম ইসলাম করে যেভাবে প্রচার প্রচারণা চলছে তাতে মনে হচ্ছে একদল এখন এই পবিত্র ধর্মকেও বিক্রি করতে চায় কেজি দরে। বেহেস্তের টিকিটও নাকি তাঁরা দেয়।

শুধু মুসলমানী করলেই মুসলমান হওয়া যায়? মাথায় টুপি, লম্বা আলখেল্লা পড়ে মুসলমান হওয়া যায় না যদি অন্তর পরিস্কার না হয়। কিছু কিছু লোক আছে যারা মুসলমান প্রমান করার জন্য চার কলেমা মুখস্ত করে, অর্থ না জেনে। চার কলেমা কি শুধুই মুখস্ত করার বিষয় নাকি অন্তরে ধারন কারার বিষয়?

কিছু কিছু মানুষ আছে, তারা ফেসবুকে আল্লাহ, রাসুল, মা -কে নিয়ে বিভিন্ন লেখা বা ছবি দিয়ে লাইক বা শেয়ার আশা করে। আমি এদের দলে না। আমি আমার মাকে কতটুকু ভালোবাসি সেটা কি কাউকে জানানোর দরকার আছে? আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি তাও কাউকে জানানোর দরকার নাই। আমার ভালোবাসা থাকবে আমার অন্তরে। নামাজে দাড়িয়ে অনেকে চিন্তা করে আমার গরুটা কি ছুটে গেলো না কি। আমি সেই রকম নামাজি না। আমি নামাজে দাড়িয়ে শুধু আল্লাহকেই ডাকি। আমি কতটুকু মুসলমান সেটা আল্লাহ জানেন। আপনাদের না জানলেও চলবে।

আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর নবী, কোরআন, হাদিস, কলেমা, নামাজ, রোজা, হজ্ব, জাকাত, সব কিছুতেই বিশ্বাস করি। তার পরও আমি নাস্তিক, কারণ আমি ব্লগ লিখি। ব্লগ কি এদেশের তথাকথিত ঐসব আস্তিকরা লেখেন না, যারা ইসলামের নাম ভাঙ্গিয়ে দেশে অরাজকতা চালাচ্ছে। দেশের প্রতি আনুগত্য, ভালবাসা এগুলো ইসলামের একটি অংশ। কিন্তু এই দেশে তথাকথিত সেই ইসলামী দলগুলির মাঝে এগুলি খুজে পাওয়া যায়না অথচ নিজেদের মুসলমান দাবি করে। যারা মসজিদের মত পবিত্র জায়গায় বসে নোংরা রাজনীতির গুটি চালে তারা মুসলমান! আমি ঐ মুসলমান না হয়ে আল্লাহকে বিশ্বাস করে নাস্তিক হতে চাই। আর গলা উচুকরে বলতে চাই আমি আপনাদের মত কৃষ্ণদের ঘৃনা করি যারা ইসলামকে ক্ষমতায় যাবার সিঁড়ি হিসাবে ব্যাবহার করছেন। আর নির্দিধায় বলছি আমি কৃষ্ণ না।

বিষয়: বিবিধ

১৩৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File