গণজাগরণ আর নবজাগরণ

লিখেছেন লিখেছেন আবৃত্তিকার ০৫ এপ্রিল, ২০১৩, ০১:৪৯:৪৯ রাত

যুগে যুগে অনেক নাস্তিকের আগমন হলেও এযুগে দেখলাম অন্যরকম কিছু।স্বাভাবিক ভাবেই তরুণরা নৃত্য আর গানের আসরে ভিড় করে,তাই এযুগের নাস্তিকেরা সংস্কৃতির মতো এমন একটা ভালো পথ বেছে নিয়েছিল।গ্রামে দেখেছেন নিশ্চয়ই,উইপোকারা যখন মাটির ঘর তৈরি করে,তা কতো মজবুত হয়।বৃষ্টির পানি পড়লেও সহজে ভেঙ্গে পড়ে না,আল্লাহ্‌ রক্ষা করেন।যারা আল্লাহ্‌ ও তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের ধ্বংস এরকম হয়।আমি তাদেরকে মানুষ বলবো যারা উইপোকাদের সাথে একমত ছিলেন,যদি তাঁরা আমার একটা কথা রাখতে পারেন,-যারা মরে গেছে ঐ উইপোকাদের দলের তাদের মাত্র একজনকে বলেন,ফিরে এসে একটি শব্দ লিখতে।যদি তা না পারেন,তাহলে যারা মুসলিম কালেমা পড়ে আল্লাহ্‌র কাছে ক্ষমা চে্য়ে নিন।অন্নথায় আপনি একজন মুসলিম নামধারী মুনাফিক।আর যারা অমুসলিম ওদের কথা বলে লাভ নেই,ওদের প্রতি আমার ক্ষোভ নেই।কারন আল্লাহ্‌ ওদের এই পৃথিবী থেকে বিদায় নেয়ার সময় থেকে জ্বালানো শুরু করেন জাহান্নাম পর্যন্ত।তাই আজ সেই নাস্তিকেরা জীবন্ত জ্বলতে শুরু হয়েছে।এভাবে জ্বলতে জ্বলতে একদিন মুছে যাবে।কেউ ওদের খুঁজে পাবেন না।ওরা সুযোগ বুঝে উঁকি মারে।কিন্তু ইসলামের জাগরণ সব সময় আছে থাকবে।

বিষয়: রাজনীতি

১০৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File