পৃথিবীর সবচেয়ে দামী পান্ডুলিপি এবং আমেরিকায় মুদ্রিত সর্ব প্রথম বই

লিখেছেন লিখেছেন ধর্মচিন্তা ২২ এপ্রিল, ২০১৩, ০৮:৪৭:৩৬ সকাল



একজন সেরা রেনেসা পুরুষ Leonardo da Vinci র সুচিন্তার নিপুন গ্রন্থনা "Leonardo da Vinci's Codex Hammer" আজকের সময়ের সবচেয়ে মূল্যবান পান্ডুলিপি। যা আমেরিকার ধনকুব বিল গেটস ১৯৯৪ সালে $30,802,500 দিয়ে কিনেছিলেন। কেনার ৩ বছর পর তিনি এর স্কান্ড কপি প্রকাশ করেন।

Read more: http://www.time.com/time/specials/packages/article/0,28804,1917097_1917096_1917092,00.html #ixzz2R9e2mN11



এটি আমেরিকায় প্রথম মুদ্রিত বই। এর নাম The Bay Psalm Book। এই বইয়ের ১৩ টি কপি এখনো অবশিষ্ট আছে। ১৬৪০ সালে এটি সাপা হয়। এর একটা কপি ১৯৪৭ সালে $151,000 বিক্রি হয়। আরেকটি কপি আগামী নভেম্বর মাসে নিলামে উঠবে। ধারনা করা হচ্ছে এবার দাম উঠবে ৩০ মিলিয়ন ডলার।

বিষয়: বিবিধ

১৯৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File