আমি কেন ইসলাম গ্রহণ করলাম - আরনুড ভান ড্রুন (নেদারল্যান্ডের চরম ইসলাম বিদ্বেসী দল পি ভি ভি র ভাইস প্রেসিডেন্ট)
লিখেছেন লিখেছেন ধর্মচিন্তা ২১ এপ্রিল, ২০১৩, ০৯:৪১:১১ রাত
"আমি কেন ইসলাম গ্রহণ করলাম" মুলত আরনুড ভান ড্রুনের একটি সাক্ষাতকার। গত ২৮ ফেব্রুয়ারী তিনি ইসলাম গ্রহণ করেন। এর পর তিনি সৌদি আরব সফর করেন। সেখানে তিনি মসজিদে নববীর দুই ইমামের সাথে সাক্ষাত করেন। রাসুল (সাঃ) এর রওজা জিয়ারত করেন এবং রাসুল প্রেমে সেখানে কান্নাকাটি করেন। রাসুল (সাঃ) কে আবমাননা করে তৈরী মুভি "ফিতনা" প্রকাশিত হওয়ার পর মুসলিম বিশ্বে এর প্রতিক্রিয়া দেখে ইসলামের প্রতি তার আগ্রহ জন্মায়। দীর্ঘ পড়াশোনার পর তিনি ইসলামের সত্যতা আবিস্কার করেন। ইসলাম গ্রহণ জীবনের নিউ স্টার্ট হিসাবে দেখছেন তিনি। পুরো সাক্ষাতকারটি পড়তে নিচের লিংকে ক্লিক করুন।
http://www.yjc.ir/en/news/497/why-i-converted-to-islam-van-doorn
বিষয়: বিবিধ
২০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন