ইসলামী আন্দোলনের কর্মীদের উপর নিপীড়নঃ প্রতিরোধ সহিংস থেকে সশস্ত্র পর্যায়ে গড়ালে যা হবে পরিনতি
লিখেছেন লিখেছেন ধর্মচিন্তা ১৩ এপ্রিল, ২০১৩, ১১:৫৭:৪১ সকাল
ভয়ঙ্কর দমনাভিযানের মুখোমুখি হওয়া ইসলামী আন্দোলনের জন্য একটি অনিবার্য বিষয়। এটি শুধু ঐতিহাসিক নয় বরং একটি প্রাগৈতিহাসিক সত্য বটে। কুরাআনের বাণীচিত্রই এ সত্যতার প্রমাণ। কোনো যুগেই এর ব্যত্যয় ঘটেনি। অধুনা বিশ্বেও না। এই বাণীচিত্রের ভিজুয়াল প্রেজেন্টেশন দেখতে পাওয়া যায় আজকের মিশর, তিউনিশিয়া, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, সিরিয়া সহ আরো অনেক মুসলিম – অমুসলিম দেশে। এগুলোর অনেক দেশেই ভয়াবহ অন্যায় দমন-নিপীড়ন সহ্য করতে না পেরে মূল সংগঠন থেকে সশস্ত্র প্রতিরোধের চেতনা নিয়ে বেরিয়ে এসেছে ক্ষুদ্র ক্ষুদ্র সশস্ত্র গ্রুপ। যেমন মিশরের মুসলিম ব্রাদারহুড থেকে বেরিয়ে এসেছিল জামায়াহ ইসলামিয়্যাহ নামক একটি গ্রুপ যাকে অনেকেই আলকায়েদার মাদার অরগানাইজেশন বলে ধারণা করেন। যাহোক, অন্যায় দমন-নিপীড়নের মুখে আসহিষ্ণু হয়ে এমন গ্রপের আত্মপ্রকাশ অস্বাভাবিক কিছু নয়। তবে তা রীতিমত মূল ইসলামী আন্দোলনের জন্য মারাত্মক বিপর্যয়কর। এই বিপর্যয়ের কারণগুলো নিম্নরূপঃ এক, মূল সংগঠনকে নিজেদের ভাবধারায় উদ্বুদ্ধ করতে ব্যর্থ হয়ে এটাকে নিজেদের টার্গেটে পরিণত করে। যেমন জামায়াহ ইসলামিয়্যাহ মিশরের মুসলিম ব্রাদারহুডকে পথভ্রষ্ট এমনকি কাফের আখ্যায়িত করতেও দ্বিধা করেনি। দুই, শাসক গোষ্ঠী উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে মূল সংগঠনকে সন্ত্রাসী সাজিয়ে দমন-নিপীড়নকে জনগণের সামনে বৈধ অভিযান হিসাবে তুলে ধরার সুযোগ পায়। তিন, নিপীড়ক ও নিপীড়িত নৈতিক বিচারে একই ধারায় চলে আসে। কারণ জনগণ তখন নিপীড়নকে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের যুদ্ধ হিসাবেই দেখে। ফলে ইসলামী আন্দোলন অহিংস প্রেমী জনগণের নৈতিক সমর্থন ও সহমর্মিতা হারায়। এভাবেই ধীরে ধীরে মূল সংগঠন গণবিচ্ছিন্ন সংগঠনে পরিণত হয়। এমন পরিণতির বাস্তব উদাহরণ আলজেরিয়ার স্যালভেশন ফ্রন্ট। যা হোক, এই ধরণের সশস্ত্র গ্রুপের জন্ম হয় মূলত সহিংস প্রতিরোধ থেকে। বাংলাদেশে সরকারের দমন-নিপীড়নের মোকাবেলায় একটি সম্পূর্ন অহিংস প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হলে দমন-নিপীড়ন নারকীয় পর্যায়ে উপণীত হওয়ার সাথে সাথেই আসহিষ্ণু কর্মীদের মধ্যে সশস্ত্র প্রতিরোধের চিন্তা জোরদার হলে অবাক হওয়ার কিছু নেই। এবং এটিই হবে ইসলামী আন্দোলনের মহাবিপর্যয়ের নিয়ামক।
বিষয়: বিবিধ
১৩৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন