কবে ফিরবে আমাদের চৈতন্য? ইখওয়ানের একটি উন্নয়ন কর্মসূচীর নমুনা দেখুন, দেখুন কেন ওরা এত জনপ্রিয়
লিখেছেন লিখেছেন ধর্মচিন্তা ০৮ এপ্রিল, ২০১৩, ০৫:০৮:০৮ বিকাল
এরা "বালাক বুলুক" নামক সেকুলারদের সৃষ্টি একটি সন্ত্রাসী আর্মড গ্রুপ। এদের কাজ মুরসির প্রেসিডেন্ট প্রাসাদে হামলা, ইখওয়ানের অফিস পুড়ানো (এ পর্যন্ত ৪০ টির মত অফিস পুড়িয়েছে), ইখওয়ানদের উপর হামলা।
জ্বলছে ইখওয়ানের অফিস।যারা এখন ক্ষমতায়।
ওরা যখন ইখওয়ানের অফিস পুড়াতে, মানুষের সম্পদ ধ্বংশে, আরাজকতা সৃষ্টিতে ব্যস্ত, ঠিক সেই সময়ে দেখুন ইখওয়ান কিসে ব্যাস্ত।
তিন সপ্তাহ আগে ইখওয়ান হাতে নিয়েছিল “এসো সবাই মিলে মিশরকে গড়ি” কর্মসূচী। কর্মসূচী চলছে অদ্যবধি। সতের দিনের মাথায় এই কর্মসূচীর আওতায় যা করা হয়েছে তা নিম্নরূপঃ
- ২০ টি জেলায় চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির জন্য ১৪২৪ টি “চিকিৎসা কাফেলা” ৫৩৭৮৮৪ জন রোগীকে সেবা দিয়েছে।
- ১৪ টি জেলায় ১৬১৭ টি স্কুলে করা হয়েছে অবকাঠামোগত সংস্কার, যার মধ্যে রয়েছে পেইন্টিং, ক্লাস রুম সাজানো, ফলজ বৃক্ষ রোপন। এই বিশেষ কর্মসূচী গত ৪ মাস যাবৎ ধারাবাহিকভাবে চলছে।
- স্বল্প দামে খাদ্যদ্রব্য ও পোশাক বিতরণের জন্য খোলা হয়েছে ১০৪১ টি ভ্রাম্যমান বাজার। যেখান থেকে সুবিধা নিয়েছেন ৫৩৬৯৯৬ জন ক্রেতা।
- ১৪ টি জেলায় রাস্তাঘাট ও পাবলিক প্লেস গুলোর শোভা বর্ধনের জন্য ১৯৯৯২০ টি গাছ লাগানো হয়েছে।
কর্মসুচী আরো দুই সপ্তাহ চলবে
বিষয়: বিবিধ
১৮৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন