ইসলাম পালনে এ কেমন স্ববিরোধীতা! এ কেমন আত্ন প্রতারণ!

লিখেছেন লিখেছেন ধর্মচিন্তা ০৩ এপ্রিল, ২০১৩, ০৮:২০:২১ রাত

ঘটনাটি দুই দিন ব্যাপী একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সের। প্রথম দিনের লান্স ব্রেকে প্রেজেন্টারদের জন্য নির্ধারিত টেবিলে হুজুর বেশের (জেনারেল শিক্ষিত) এক ভদ্র লোক। উনি আমার পরিচিত তাই কুশলাদি বিনিময় হলো। প্রয়ই উনার পিছনে নামাজ পড়ার সুযোগ হয় আমার। বিশ্ববিদ্যালয়ের একটা ছোট মসজিদে (মালয় ভাষায় "সুরাও") প্রায়ই ইমামতি করেন উনি। জিজ্ঞেস করলাম "আর ইউ প্রেজেন্টিং এ পেপার?"। বল্লেন "নো"। বল্লাম "ও আই সি"। বুঝলাম বেচারা একজন অনাহুত মেহমান। যাহোক খেয়ে দেয়ে উনি চলে গেলেন। দ্বিতীয় দিন সেম টাইম, সেম প্লেস, সেম ড্রেস এবং সেম কাজে আবার উনাকে পেলাম। উনার খাও্য়া শেষ হতে না হতে আহুত মেহমানরা চলে এসেছেন। একই রুমে পুরুষ মহিলা আলাদা আলাদা টেবিলে বসে পড়লেন। তবে পাররটিশান ছিল না। তাই বোধহয় উনার কাছে ইসলামী আদবের খেলাপ মনে হয়েছে। যাহোক উনি আমাকে বল্লেন "আয়োজকদের উচিত মহিলাদের আলাদা ব্যাবস্থা করা"। আমি বল্লাম উই উইল থিঙ্ক এবাউট ইট নেক্স টাইম। উনি নামজ পড়তে/পড়াতে মসজিদে গেলেন। আমিও গেলাম। নামাজ শেষে উনি আবার প্রসংগটা তুললেন। আমি কিছুক্ষণ উনার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কি বলবো বুঝতে পারছিনা। যাহোক আবারও আশ্বস্ত করে অফিসে আসলাম কিন্তু ঘটনাটি বেশ নাড়া দিয়েছে আমাকে। কোনভাবেই বুঝতে পারছিনা প্রচণ্ড ইসলাম দরদী একজন মানুষ নিজে দেদারসে হারাম খাচ্ছে কিন্ত তা নিয়ে তার এতটুকু ফ্লিংস নেই অথচ নারী-পুরুষ এক রুমে খাচ্ছে এতে তার ঘুম নেই। এ কেমন স্ববিরোধিতা! এ কেমন আত্ম প্রতারণ!

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File