লং জার্নি
লিখেছেন লিখেছেন হিজোল ২৩ এপ্রিল, ২০১৩, ১১:২৫:৫৭ রাত
এর আগে কখনো ভৈরব ব্রীজ দেখেনি ,শুধু শুনেছি নাম । এবার নিজ চোখেই দেখার ভাগ্য হল । ব্রীজে আসতেই অন্য রকম একটা শব্দে ট্রেন এগিয়ে চলল । মেঘনা নদী । নদীর উভয় দিকেই বন্দরে নোংগর করে আছে শত শত নৌকা ,ষ্টীমার আর কার্গো । অনেক দুরে চোখে পড়ে খেয়া পারাপারের দৃশ্য ।ভৈরবকে ছেড়ে যেতে যেন মন চায় না । ট্রেনের গতি যেন কমে যাচ্ছে । সামনে তাকাতেই চোখে পড়লো সুউচ্চ বিল্ডিং ্ বাবাকে জিজ্ঞেস করে জানতে পারলাম , এটি বিশ্ব গোডাউন ।
বিষয়: বিবিধ
১৫৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন