ভয়াবহ ফেতনার আশংকা-২
লিখেছেন লিখেছেন আহমেদ হোসেন ০৮ মে, ২০১৩, ০৪:৩১:২৪ রাত
আমার আগের লেখায় হাদীসের মাধ্যমে একটা আশংকা প্রকাশ করে ছিলাম। সেটা ছিল ভয়াবহ ফেতনার আশংকা। এই হাদীসটা আমাদের দেশে খুব স্পষ্ট ভাবে বাস্তবে রুপান্তর হতে যাচ্ছে। আমার মনে হয় সবে মাএ শুরু এবং শেষ কোথায় আল্লাহ পাক জানে। গত রবিবার রাএে এতগুলো যে আলেম মেরে ফেললো তার ক্ষতি পূরণ এই দেশে কোন কালে আর দেয়া সম্ভব নয়। অনেক গুলো কারন আছে। আমি শুধু এইটুকু বলবো কিছুদিন আগে হেফাজতের ঢাকার এক প্রোগ্রাম দেখতে ছিলাম ফেসবুকে সাথে আমার এক ভাই ছিল। তিনি তখন আমাকে বললো ঢাকাতে এরাই শেষ প্রজন্ম যারা সত্যিকার ইসলামকে আটকে ধরে রেখেছে। এর পরবর্তীতে যারা ঢাকাতে বড় হচ্ছে তাদের কথা নাই বললাম। এতগুলো আলেম ও নিরীহ লোককে যে মেরে ফেললো এর জন্য দায়ী কে? সরকার? না এর জন্য দায়ী আমরা। মাঝে মাঝে চিন্তা করি এই দুনিয়ার জন্য আমরা এত কছু করছি। এই দুনিয়াতে আমরা আছি কতদিন? জীবনের এক সেকেন্ডের নাই ভরসা সেই জীবনের সুখ ও আরামের জন্য যত ধরনের নিকৃষ্ট কাজ করা যাই করছি। সবক্ষেএে আমাদের দুর্নীতি। যারা চিৎকার ছেচামেছি করে এর বিরুদ্ধে তারা সবার আগে এই কাজটা করে। সুদের কথা বাদ দিলাম কারন এটা ডাল ভাতের সমান।মানুষকে মানুষ মনে না করা ইত্যাদি। আর বাংলাদেশে কর্মক্ষেএে খুব ভাল একটা জিনিস আছে সেটা হল politics। না করলে ক্ষমতা অথবা মান সম্মান থাকবেনা তাই বসকে যত পার পাম দাও। থাক আসল কথা আসি। জমির চাচার অবৈধ সন্তানরা যে সাহস পারছে আলেম ওলামাদের খুন করার তার জন্য কারা দায়ী তা আগে বলেছি। কারন এই জালিমদের এখানে নিয়ে আনতে দেশের মানুষের ভূমিকা কম নয়। শুধু এইটুকু বলবো আলেমদের রক্ত কোন কালে বৃথা যায় নাই এবং যাবেনা। দেশের মানুষকে যে কোন ভাবে চড়া মুল্য দিতে হবে এর জন্য.................।
বিষয়: বিবিধ
১৪৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন