ভয়াবহ ফেতনার আশংকা
লিখেছেন লিখেছেন আহমেদ হোসেন ২৯ এপ্রিল, ২০১৩, ০৬:৫৮:৩৬ সকাল
একটা হাদিস মনে পড়চ্ছে। হাদিসটা ছিল এই রকম কেয়ামতের আগে মুসলমানের উপর ভয়াবহ ফেতনা নেমে আসবে। তখন মনে হবে এই বুঝি শেষ তবে তা শেষ না হতে আরেকটি এর চেয়ে বড় ফেতনা এসে হাজির হবে।এখন এই হাদিসটা অক্ষরে অক্ষরে সত্য মনে হচ্ছে। যখন শাহবাগ আন্দোলন শুরু হল তখন মনে হল এই বুঝি দেশ থেকে ইসলাম নিশ্চিন্ন হয়ে যাবে।তারা সব উদ্দ্যোগ নিয়ে ছিল ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার। এর পর দেশে একের পর এক ভয়াবহ ফেতনা আসছে। শাহবাগ আন্দোলনের মাধ্যমে সবচেয়ে ভয়াবহ যে ফেতনাটা এসে ছিল তা হল আল্লাহ তায়ালা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে ভয়ংকর কুৎসিত ভাবে গালিগালাজ ও অপমান করা। যেটা কল্পনা করা যায় না এতটা ভয়াবহ।সেই নাস্তিক আসিফ মহিউদ্দীন শাহবাগ আসার সময় বলে ছিল আল্লা কই আমারে ত কিছু করেনা। সেই নাস্তিক এখন জেলে। এদের ভয়ংকর ষড়যন্ত্রই শেষ পযন্ত তাদের মুখোশ টা খুলে দিল। মহান আল্লাহ তায়ালা এই আয়াত সম্পকে এদের জানা নাই। তা হল :তারা পরিকল্পনা করে এবং আল্লাহও পরিকল্পনা করেন। আর আল্লাহই হলেন সর্বত্তোম পরিকল্পনাকারী' (সূরা: ইমরান- ৫৪)। এর পর দেশে একের পর এক ভয়ংকর ফেতনা আসছে।সবশেষে সাভারে প্রায় ১০০০ থেকে ১৫০০ এর মত মারা গেছে বিল্ডিং ভেঙ্গে । নারী সম্মলনে গার্মেন্টস নারীদের বড় একটা অংশ ভনের মলিক রানার দেওয়ার কথা ছিল। যা হোক যারা আটকা পড়েছে তাদের আত্তনাত আর কান্না দেখে কি রকম যে মনে হচিছল বলে তা বুঝাতে পারবোনা। সবশেষে এই টুকু বলব সবাই দেশ ও মুসলমানের জন্য বেশি বেশি দোয়া ও নিজেকে সংশোধন করুন আত্নসমলোচনার মাধ্যমে। না হলে দেখেন দেশ কথায় গিয়ে দাড়াঁয়!!!!!!!
বিষয়: বিবিধ
১৮২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন