আটাশে অক্টোবরের গান গানটির লিংক দেয়া হলো..
লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ২৮ অক্টোবর, ২০১৪, ০৬:০৮:৩২ সন্ধ্যা
দৃষ্টির আড়ালে গেলেও
হৃদয়ের আয়নাতে করুণ সে দৃশ্যটা ভাসবেই
আটাশের ভয়াল সে তান্ডব দিন
শক্তি যোগান দিতে প্রতেক ঘরে বারবার ফিরে ফিরে আসবেই
হায়নার তান্ডবে রাজপথে রক্তের ঢেউ
খুনিদের উল্লাসে মানবতা কেঁদে ওঠে
রূখবার নেই বুঝি কেউ
দেখেছে দুনিয়া জুড়ে কোটি কোটি চোখ
সব চোখ একদিন জাগবেই
দিনের আলোকে কভু কুয়াশায় ঢেকে রাখা যায় না
মুখোশের আড়ালেও চেনা যায় আগ্রাসী হায়না
জসীমেরা মরেনা তো মাসুমেরা বাঁচে দিরদিন
তাকবীর ধ্বণিতে শহীদের মিছিলে
থাকবে ওরা চির অমলিন
শহীদের রক্তের ফোঁটায় ফোঁটায়
দীনের বিজয় নেমে আসবেই।
কথা: মাহফুজুর রহমান আখন্দ
গানটি শোনার জন্যে লগিং করুন..
https://www.youtube.com/watch?v=rIWRgzDw110
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর ভিকটিম ভাইদের সকল পাপ ক্ষমা করে দিন এবং তাদেরকে বেহেস্তে নসীব করুন। তাদের পরিবার পরিজন ও বন্ধু বান্ধবকে এই কষ্ট ও বেদনা সইবার শক্তি দিন এবং এর উছিলায় তাদেরকে সিরাতুল মোস্তাকিম এর পথে অবিচল রাখুন।
সেই দিন সবাই মনে রাখব।
মন্তব্য করতে লগইন করুন