ড. পিয়াস করিমের মৃত্যু : রাবিতে শোকসভা
লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ১৫ অক্টোবর, ২০১৪, ১১:৫৬:৩৪ সকাল
বিশিষ্ট রাষ্ট্রচিন্তাবীদ ও কলামিষ্ট ড. পিয়াস করিমের আকস্মিক মৃত্যুর খবরে রাজশাহীতে দল-মত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদুল্লাহ কলাভবনে আয়োজন করা হয় শোকসভার।
রাজশাহীর সাহিত্য সংগঠন শীলন সাহিত্য পরিষদের আয়োজনে শোকসভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী প্রফেসর বিশিষ্ট কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সহযোগী প্রফেসর বিশিষ্ট লেখক ড. কামরুল হাসান, রাবির সহযোগী প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, ড. আতোয়ার রহমান, রাবি ভাষা বিভাগের সহকারী প্রফেসর সামিউল ইসলাম, মোহনা পত্রিকার নির্বাহী সম্পাদক আলফ্রেড রাসেল, সাংবাদিক রোকন আনসারী ও আসাদ বাবু প্রমুখ।
বক্তাগণ বলেন, ড. পিয়াস করিম শুধুমাত্র একজন শিক্ষাবিদই ছিলেন না তিনি ছিলেন উদার মনের একজন মানতাবাদী গবেষক। মানুষের অধিকার আদায়ের জন্য তিনি অনেক কঠিন সত্যকেও সাহসের সাথে উপস্থাপন করতেন। জাতির সংকটকালে তার দেশপ্রেমিক চেতনাসম্বলিত দিকনির্দেশনা মুক্তির পথে এগিয়ে যেতে সাহায্য করেছিল। তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ, সাহসী ও দেশপ্রেমিক বুদ্ধিজীবীকে হারালো।
অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। সেইসাথে এ বরেণ্য বুদ্ধিজীবীর লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেবার বিরোধিতারও সমালোচনা ও প্রতিবাদ জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি
- See more at: http://www.campuslive24.com/campus.70965.live24/#sthash.65uQGhpn.dpuf
http://www.campuslive24.com/campus.70965.live24/http://www.campuslive24.com/campus.70965.live24/
বিষয়: বিবিধ
৯২৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহতায়ালা তাঁকে ক্ষমা করুন ও জান্নাতনসীব করুন
এবং
তাঁর পরিবারের সদস্যদেরকে পারলৌকিক কল্যানের পথে পরিচালিত করুন
আপনাদের অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ
মন্তব্য করতে লগইন করুন