চিরদিনের জন্য চলে গেলেন ড. পিয়াস করিম

লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ১৩ অক্টোবর, ২০১৪, ১০:৩৬:২৩ সকাল



ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিম আর নেই। আজ সোমবার সকাল ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্র জানায়, আজ সকাল ৫টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন ড. পিয়াস করিম। এসময় দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান বলে জানান চিকিৎসকরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আগামী বুধবার পর্যন্ত তার লাশ স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। টেলিভিশনের টক শোসহ বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে সাহসী বক্তব্য রেখে দ্রুতই দেশবরেণ্য এক ব্যক্তিত্বে পরিণত হন ড. পিয়াস করিম। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক পিয়াস করিমের গ্রামের বাড়ি কুমিল্লায়।

ড. পিয়াস করিমের ইন্তেকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরাম এর সভাপতি ড. মাহফুজুর রহমান আখন্দ, সেক্রেটারী ড. মমিনুল ইসলাম এবং শীলন সাহিত্য পরিষদ এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও মরহুমের মাগফিরাত কামনা করা হয়েছে।

বিষয়: বিবিধ

১০৮৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273833
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৬
ফেরারী মন লিখেছেন : Sad Sad Sad Praying Praying Praying
273836
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
273860
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

একে একে ঝরে পড়ে স্বাতী নক্ষত্রেরা,
ধেয়ে এসে অন্ধকার ঘোর
খোলো দোর-
পথে পথে বসাও পাহারা...

আর যখন সময় এসে যাবে- এক মুহূর্তো দেরী করা হবেনা...

প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত আগামীর জন্য সে কী পাথেয় সঞ্চয় করে পাঠিয়েছে..


আল্লাহতায়ালা তাঁকে ক্ষমা করুন ও জান্নাতনসীব করুন
273863
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৭
ইবনে আহমাদ লিখেছেন : তার জন্য দোয়া করা ছাড়া উপায় নেই। ভাল লোক ছিলেন।
274035
১৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহতায়লা তাকে ক্ষমা করুন ও জান্নাত নসিব করুন।
সত্য বলার মত সাহসি মানুষের বড়ই অভাব এই দেশে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File