রাবিতে কবি আলম সিদ্দিকীর ‘ছড়াকাব্য’র পাঠ উম্মোচন
লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৩৩:৩৩ সকাল
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে কবি আলম সিদ্দিকী’র ক্লেরিহিউগ্রন্থ ‘ছড়াকাব্য’র পাঠ উম্মোচন অনুষ্ঠিত হয়েছে। রাবি লেখক ফোরামের সভাপতি,মোহনা সম্পাদক ও রাবির সহযোগী অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি কলা অনুষদের ডীন কবি ও গবেষক অনীক মাহমুদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন শব্দকলার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাবি ফোকলোর বিভাগের সাবেক সভাপাতি প্রফেসর ড. শহীদুর রহমান,রাবি সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. একেএম শফিউল ইসলাম,আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেতাউর রহমান,সমাজবিজ্ঞান বিভাগের সহাকারী অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল ইসলাম,কবি কোহিনুর সুলতানা,কবি প্রতীক ওমর,মোহনার নির্বাহী সম্পাদক আলফ্রেড রাসেল এবং ছড়াকাব্যের কবি আলম সিদ্দিকী প্রমুখ। প্রবন্ধ পাঠ করেন কবি ও প্রাবন্ধিক সৈকত আবদুর রহিম।
বক্তাগণ বলেন,আলম সিদ্দিকী বর্তমান বাংলা সাহিত্যের একজন শক্তিমান লেখক। জন্মেছেন গাইবান্ধায় কিন্তু বসবাস করছেন আমেরিকায়। জীবন পথের সব যন্ত্রণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তড়তড় করে বেড়ে উঠেছেন তিনি। ছড়াকাব্য তাঁর প্রথম বই। ৬০০ ক্লেরিহিউ নিয়ে এই বই প্রকাশ করা হয়েছে যা বাংলাদেশে আর কখনো হয়নি। সবচেয়ে আশ্চার্যের বিষয় হলো আল্লাহর সবগুলো গুণবাচক নাম নিয়ে ক্লেরিহিউ লিখেছেন তিনি। এই ছড়াকাব্য বইটি পড়লে লেখকের পরিপুষ্ট মসিতষ্কের পরিচয় পাওয়া যাবে। প্রতিটি ক্লেরিহিউ বলিষ্ঠ এবং অর্থপূর্ণ। নানা জীবনের কথা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। ক্লেরিহিউ কাব্যের আড়ালে সাধারণত কোনো বিশেষ ব্যক্তির জীবনের নানা অসঙ্গতির প্রতি খোঁচা দেওয়া হয়। কিন্তু আলম সিদ্দকী এই প্রচলিত ধারা থেকে বের হয়ে আসতে পেরেছেন। তিনি তাঁর ছড়াকাব্যে অনেক ইতিবাচক ক্লেরিহিউ সংকলিত করেছেন।
অনুষ্ঠানে ছড়াকাব্য থেকে ক্লেরিহিউ পাঠ করেন আবৃত্তিকার শান্তা রাণী সূত্রধর,কবি আহমাদ ফিরোজ,শাহাদত শাহেদ,সাবিনা রূপা,নাজমুন নাহার,ফাহাদ ফরহাদ,সাংবাদিক শফিক মিলন,সাংবাদিক সোহাগ ইমদাদ,সাংবাদিক আলম তৌহিদ প্রমুখ।
- See more at: http://www.campuslive24.com/campus.66666.live24/#sthash.z1J5Phuv.dpuf
বিষয়: বিবিধ
৯০২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন